যুগান্তকারী পদক্ষেপ, গার্ডেনরিচে এবার জাহাজে রঙ করবে রোবট, যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি

যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক হচ্ছে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (GRSE)। এবার থেকে জাহাজের বাইরের অংশে রঙ করার মতো গুরুত্বপূর্ণ কাজ করবে রোবট। এর ফলে কাজের গতি এবং নির্ভুলতা বহু গুণ বেড়ে যাবে।
চুক্তি সম্পন্ন, কাজে আসছে এআই
এই নতুন প্রযুক্তি বাস্তবায়নের জন্য জিআরএসই-এর সঙ্গে মার্লিনহক এরোস্পেস প্রাইভেট লিমিটেডের একটি চুক্তি হয়েছে। এই চুক্তি অনুযায়ী, জাহাজের নকশা এবং নির্মাণ প্রক্রিয়ায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ব্যবহার করা হবে। মার্লিনহক এরোস্পেস তাদের কাজের গুণগত মানের জন্য পরিচিত। এই অংশীদারত্ব জিআরএসই-কে আরও আধুনিক এবং উন্নত করে তুলবে।
‘আত্মনির্ভর ভারত’-এর স্বপ্ন
‘আত্মনির্ভর ভারত’ গড়ার লক্ষ্যে জিআরএসই যে প্রচেষ্টা চালাচ্ছে, এটি তারই একটি বড় অংশ। GAINS 2024 উদ্যোগের মাধ্যমে তারা দেশের ছোট এবং নতুন সংস্থাগুলোকে জাহাজ নির্মাণে উৎসাহিত করছে। এই রোবট এবং এআই প্রযুক্তির ব্যবহার সেই লক্ষ্যকে আরও গতিশীল করবে। এতে শুধু সময়ই বাঁচবে না, বরং কাজের মানও অনেক উন্নত হবে। এই পরিবর্তন গার্ডেনরিচের পরিচিত ছবিটাই বদলে দেবে বলে মনে করা হচ্ছে।