এসএসসি-র প্রশ্ন ফাঁস, পরীক্ষার আগেই প্রশ্ন ও উত্তর দেওয়ার ভুয়ো পোস্ট, পুলিশের জালে যুবক

স্কুল সার্ভিস কমিশনের (SSC) আসন্ন SLST পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র পরীক্ষার আগেই ফাঁস করে দেওয়ার ভুয়ো পোস্ট করে গ্রেফতার হলেন এক যুবক। মুর্শিদাবাদের পুলিশ প্রথম এই পোস্টটি দেখতে পায়। এরপর তদন্তে নেমে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা থেকে অভিযুক্তকে আটক করা হয়।
কী ঘটেছিল?
সামাজিক যোগাযোগ মাধ্যমে অনির্বাণ পাল নামে এক ব্যক্তি ফেসবুকে একটি পোস্ট করে। সেখানে সে দাবি করে যে, আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা SLST পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্র সে পরীক্ষার দুই দিন আগেই পরীক্ষার্থীদের হাতে তুলে দেবে। ওই পোস্টে সে নিজেকে মুর্শিদাবাদের বাসিন্দা বলেও উল্লেখ করে।
বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ এবং পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করে। তদন্তে জানা যায়, অভিযুক্তের বাড়ি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা থানার লোড়পুর গ্রামে।
পুলিশ জানিয়েছে, ওই যুবক পরিকল্পিতভাবে পরীক্ষার্থী এবং সাধারণ মানুষের মধ্যে সরকারি পরীক্ষা ব্যবস্থা নিয়ে সন্দেহ ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছিল। তাকে দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশের বার্তা
পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার জানান, ভুয়ো পোস্ট করার দায়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তিনি সবাইকে অনুরোধ করেছেন, এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর পোস্ট থেকে বিরত থাকতে। কারণ, এমন কাজ করলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে।