মাওবাদী দমন অভিযানে বড় সাফল্য, ছত্তীসগড়ে ৫-৬ মাওবাদী নিহত ঘন জঙ্গলে এখনো চলছে চিরুনি তল্লাশি

ছত্তীসগড়ের দান্তেওয়াড়া-নারায়ণপুর সীমান্তবর্তী এলাকায় ফের রক্তাক্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ৫ থেকে ৬ জন মাওবাদী নিহত হয়েছে বলে খবর। অভিযান এখনও চলছে এবং জঙ্গলের ভিতর থেকে বিক্ষিপ্ত গুলির শব্দ শোনা যাচ্ছে।
যেভাবে শুরু হলো সংঘর্ষ
শুক্রবার সকালে দান্তেওয়াড়া ও নারায়ণপুর জেলার যৌথ বাহিনী পূর্ব বস্তার ডিভিশনের ঘন জঙ্গলে তল্লাশি অভিযান শুরু করে। সেই সময় মাওবাদীরা অতর্কিতে হামলা চালালে তীব্র সংঘর্ষ শুরু হয়। দান্তেওয়াড়ার পুলিশ সুপার গৌরব রাই জানিয়েছেন, সংঘর্ষে কয়েকজন মাওবাদী নিহত হয়েছে। তবে ঘন জঙ্গলের কারণে এখনও মৃতদেহগুলো উদ্ধার করা সম্ভব হয়নি।
দেশজুড়ে মাওবাদী দমন অভিযান
এই ঘটনাটি কেন্দ্রের মাওবাদী দমন অভিযানের একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। গত বছর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ২০২৬ সালের মধ্যে দেশ থেকে নকশালবাদ সম্পূর্ণভাবে নির্মূল করার লক্ষ্য নির্ধারণ করেছিলেন। এরপর থেকেই ছত্তীসগড়-ওড়িশা-মহারাষ্ট্র-তেলেঙ্গানা সীমান্ত অঞ্চলে নিরাপত্তা অভিযান জোরদার করা হয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকজন শীর্ষ মাওবাদী নেতা নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছে। এদের মধ্যে অন্যতম হলেন পলিটব্যুরো সদস্য বাসাভা রাজু, যার মাথার দাম ছিল ১.৫ কোটি টাকা।
মাওবাদীদের ঘাঁটি আবুজমাড়
যে এলাকায় এই সংঘর্ষ হয়েছে, সেই আবুজমাড় অঞ্চলটি প্রায় ৪,০০০ বর্গকিলোমিটার জুড়ে বিস্তৃত এবং এটি দীর্ঘদিন ধরে মাওবাদীদের প্রধান ঘাঁটি হিসেবে পরিচিত। সরকারি কর্মকর্তারা এখানে সহজে প্রবেশ করতে সাহস পেতেন না। তবে সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তা বাহিনী এই দুর্গম অঞ্চলে প্রবেশ করতে শুরু করায় সংঘর্ষের সংখ্যা বাড়ছে। পুলিশ জানিয়েছে, আবুজমাড় সম্পূর্ণ মাওবাদী মুক্ত না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে।