জমি মাপা নিয়ে তুমুল অশান্তি, দুই গোষ্ঠীর সংঘর্ষে জখম অন্তত ১২

পুরোনো জমি বিবাদের জেরে আবারও রক্ত ঝরল মালদহে। চাঁচল ১ ব্লকের অলিহন্ডা গ্রাম পঞ্চায়েতের কনুয়া গ্রামে বৃহস্পতিবার দুপুরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় টহল দিচ্ছে বিশাল পুলিশ বাহিনী।

স্থানীয় সূত্রে জানা গেছে, এই বিবাদের মূল কারণ একটি ছোট এক টুকরো জমি, যার মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে মতিউর রহমান এবং আব্দুস সালাম নামে দুই ব্যক্তির মধ্যে বিরোধ চলছিল। অভিযোগ, দীপু প্রামাণিকের কাছ থেকে চার শতক জমি কিনেছিলেন মতিউর। অন্যদিকে, আব্দুস সালাম দাবি করেন যে তিনি নাকি আগেই ওই একই জমি কিনে রেখেছেন।

এই বিবাদের মীমাংসা করতে বৃহস্পতিবার সরকারি আমিন জমি মাপতে এলে নতুন করে উত্তেজনা ছড়ায়। মাপজোখ চলাকালীন মতিউর রহমান ওই জমিতে নতুন বাড়ি তৈরির কাজ শুরু করলে আব্দুস সালাম দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। প্রথমে দুজনের মধ্যে শুরু হয় তীব্র বাদানুবাদ, যা দ্রুত হাতাহাতিতে গড়ায়। কিছুক্ষণের মধ্যেই দু’পক্ষই লাঠি, ইট-পাথর নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে, ফলে গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়।

এই সংঘর্ষে দু’পক্ষেরই অন্তত ১২ জন আহত হন। তাঁদের মধ্যে কয়েকজনকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল ও হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় চাঁচল থানার পুলিশ। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবে জমির কাগজপত্র খতিয়ে দেখে এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, এলাকায় যাতে ফের উত্তেজনা না ছড়ায়, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে।