বিশেষ: ক্যাটরিনাকে নিয়ে প্রযোজকের সঙ্গে হাতাহাতি পর্যন্ত করেছিলেন সালমান, জেনেনিন সেই ঘটনা?

পেশাদার জীবনের বাইরে ব্যক্তিগত জীবন নিয়েও বরাবর বিতর্কে থেকেছেন বলিউড তারকা সালমান খান। কখনও অবিবাহিত জীবন, কখনও প্রেমিকার তালিকা, আবার কখনও কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনা— সংবাদের শিরোনামে তার নাম উঠে আসে এসব কারণেই। এবার নতুন করে খবর তৈরি হচ্ছে তার প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফকে ঘিরে। শোনা যাচ্ছে, ক্যাটরিনার জন্য এক প্রযোজকের সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন সালমান, যা শেষ পর্যন্ত হাতাহাতি পর্যন্ত গড়িয়েছিল।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ২০১১ সালে সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা দত্তের জন্মদিন পার্টিতে ঘটনাটি ঘটে। সেই পার্টিতে সালমান ও ক্যাটরিনা দুজনেই উপস্থিত ছিলেন। সেখানে বান্টি ওয়ালিয়া নামের এক প্রযোজকের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন সালমান। দুজনের মধ্যে আগে থেকেই সম্পর্ক ভালো ছিল না, কারণ বান্টি ও সালমানের ভাই সোহেল খানের একটি ব্যবসায়িক চুক্তি ভেস্তে গিয়েছিল।

জানা গেছে, পার্টিতে বিতর্কের মূল কারণ ছিলেন ক্যাটরিনা কাইফ। তখন ক্যাটরিনা প্রযোজক হিসেবে কাজ শুরু করার কথা ভাবছিলেন এবং ফরাসি ছবি ‘সুইন্ডলার্স’-এর হিন্দি সংস্করণ বানানোর পরিকল্পনা ছিল তার। তিনি এই ছবিতে তার বোন ইসাবেলাকে নায়িকা করতে চেয়েছিলেন। কিন্তু তিনি সেই ছবির স্বত্ব কেনার আগেই বান্টি ওয়ালিয়া তা কিনে নেন।

ক্যাটরিনার পরিকল্পিত কাজ হাতিয়ে নেওয়ার অভিযোগে বান্টি ওয়ালিয়ার ওপর প্রচণ্ড রেগে যান সালমান। তাদের মধ্যে শুরু হয় তীব্র বাকযুদ্ধ, যা প্রায় হাতাহাতি পর্যন্ত গড়িয়েছিল। পরে সঞ্জয় দত্তের নিরাপত্তারক্ষীরা এসে পরিস্থিতি সামাল দেন এবং বান্টি ওয়ালিয়াকে পার্টি থেকে সরিয়ে নিয়ে যান।

এই ঘটনা প্রমাণ করে, সালমানের জীবনে ক্যাটরিনা কাইফের গুরুত্ব কতটা ছিল।