পূর্ব মেদিনীপুরে রহস্য মৃত্যু! তদন্তে নেমে যা জানল পুলিশ? গ্রেফতার বন্ধু

পূর্ব মেদিনীপুর জেলার এগরায় এক যুবকের দেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড় এসেছে। পুলিশ তদন্তে নেমে মৃত যুবকের বন্ধুকে গ্রেফতার করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, টাকা-পয়সা সংক্রান্ত বিবাদের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
গত রবিবার সন্ধ্যায় এগরা ২ ব্লকের মল্লিকপুর গ্রামের ১৯ বছর বয়সী যুবক অর্ধেন্দু পাহাড়ি নিখোঁজ হয়ে যান। পরের দিন, সোমবার সকালে বাড়ির কাছেই একটি নয়নজ্বলিতে তাঁর দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে এগরা থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে।
অর্ধেন্দুর বাবা তরুণ পাহাড়ি তাঁর বন্ধু রঞ্জিত মাইতিকে সন্দেহ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ রঞ্জিতকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, কয়েক মাস আগে অর্ধেন্দু তার বন্ধু রঞ্জিতের কাছ থেকে ৪০ হাজার টাকা ধার নিয়েছিলেন। কিন্তু বারবার বলা সত্ত্বেও তিনি সেই টাকা ফেরত দিচ্ছিলেন না। এই নিয়েই রবিবার দুজনের মধ্যে বিবাদ হয়। পুলিশ মনে করছে, সেই বিবাদের জেরেই রঞ্জিত মদ খাইয়ে অর্ধেন্দুকে মারধর করে নয়নজ্বলিতে ফেলে দেয়, যার ফলে তাঁর মৃত্যু হয়।
এগরা থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অর্ধেন্দুর পরিবার অভিযুক্তের কঠোরতম শাস্তি দাবি করেছে।