‘বাংলা বিরোধী, সব কটা হারবে’, হট্টগোল বিধানসভায় বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ মমতার! থামালেন বক্তৃতা

ভীন রাজ্যে বাঙালি হেনস্তা ও বাংলা ভাষার অবমাননা নিয়ে বৃহস্পতিবার বিধানসভার শেষ দিনের অধিবেশনে আবার আলোচনা শুরু হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা চলাকালীন বিজেপি বিধায়করা তুমুল বিক্ষোভ শুরু করলে বিধানসভার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

কেন এই হট্টগোল?
অধিবেশনের দ্বিতীয় ভাগে যখন এই সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা শুরু হয়, তখনই বিজেপি বিধায়কেরা নিজেদের আসন থেকে উঠে দাঁড়িয়ে স্লোগান দিতে শুরু করেন। এর জবাবে তৃণমূল কংগ্রেসের বিধায়কেরাও পাল্টা স্লোগান দেন। মুখ্যমন্ত্রী বক্তৃতা দিতে উঠলে এই বিক্ষোভ আরও তীব্র হয়, যার কারণে তিনি মাঝপথে বক্তব্য থামিয়ে দেন।

মুখ্যমন্ত্রী এরপর বিজেপি বিধায়কদের কড়া ভাষায় আক্রমণ করে বলেন, “আমি প্রাথমিকভাবে ধিক্কার জানাই বিজেপি বিধায়কদের। এরা বাংলা বিরোধী, এরা বাংলা ভাষার সম্মান করল না।” তিনি বলেন, শান্তি রক্ষা করা দুই দলেরই দায়িত্ব, কিন্তু বিজেপি বিধায়করা তা করছেন না।

মুখ্যমন্ত্রীর পাল্টা অভিযোগ
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “সংসদে দেখেছি, আমাদের এমপিদের মারা হয়েছে।” তিনি বিজেপিকে ‘ভোট চোর’ এবং ‘গদি চোর’ বলে অভিহিত করেন। তিনি বলেন, “বাংলার মানুষ বিজেপিকে দেখতে চাইবে না। সব ক’টা হারবে।” মুখ্যমন্ত্রী অভিযোগ করেন যে, বিজেপি বিধায়কদের মতো এমন অভদ্র ও নির্লজ্জ দল তিনি দেখেননি।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন দুই দলের বিধায়কেরা ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তীব্র গণ্ডগোল শুরু হলে মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্য থামিয়ে দেন। এই ঘটনা আবারও রাজ্য রাজনীতিতে বিজেপি এবং তৃণমূলের মধ্যেকার দ্বন্দ্বের গভীরতা তুলে ধরল।