ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যু, বেঙ্গালুরুর সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার পচাগলা দেহ

ভিন রাজ্যে কাজ করতে গিয়ে ফের এক বাঙালি পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনা সামনে এসেছে। মালদার বাসিন্দা মুকেশ মণ্ডল (৩০) নামে ওই শ্রমিক প্রায় দুই মাস নিখোঁজ থাকার পর বেঙ্গালুরুর একটি সেপটিক ট্যাঙ্ক থেকে তার পচাগলা দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় মালদার চাঁচোল ২ নম্বর ব্লকের পরাণপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে এবং তার মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে গভীর ধোঁয়াশা।

মুকেশ মণ্ডল কয়েক মাস আগে বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন। কিন্তু দুই মাস আগে হঠাৎই তার সঙ্গে পরিবারের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর বুধবার তার মৃত্যুর খবর আসে। মুকেশের পরিবার আরও অভিযোগ করেছে যে, ময়নাতদন্তের পর কাউকে কিছু না জানিয়েই তার মৃতদেহ স্থানীয়ভাবে দাহ করে দেওয়া হয়েছে। কেন এত তাড়াহুড়ো করে শেষকৃত্য করা হলো, তা নিয়ে প্রশ্ন উঠছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় মৃত্যুর রহস্য আরও ঘনীভূত হয়েছে।

ঘটনার খবর পেয়ে মালতিপুরের তৃণমূল বিধায়ক ও জেলা সভাপতি আবদুর রহিম বক্সি মৃত শ্রমিকের বাড়িতে যান। তিনি মুকেশের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে বলেন, “পরিবারটি ভেঙে পড়েছে। যে কোম্পানিতে উনি কাজ করছিলেন, এখনও পর্যন্ত তাদের কাছ থেকে কোনো আর্থিক সাহায্য মেলেনি।” তিনি আরও জানান, পরিবারকে ন্যায্য ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার জন্য প্রয়োজনে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। গ্রামের মানুষজনও এই ঘটনার যথাযথ তদন্ত করে আসল রহস্য উন্মোচনের দাবি জানিয়েছেন।