বাবার কাছেই প্রশিক্ষণ! আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় নজর কাড়লো কাটোয়ার সাত্ত্বিক দে

কলকাতার আল মোহন দাস স্টেডিয়ামে সম্প্রতি অনুষ্ঠিত থার্ড ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে (Third International Karate Championship) আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করেছে কাটোয়ার ছেলে সাত্ত্বিক দে। কাতা এবং কুমিতে, উভয় বিভাগেই সে প্রথম স্থান অর্জন করেছে।
সাত্ত্বিক কাটোয়া ভারতী ভবন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং বর্তমানে আইআইটিতে ভর্তি হয়েছে। কিন্তু লেখাপড়ার পাশাপাশি ক্যারাটের প্রতি তার ভালোবাসা একটুও কমেনি। ছোটবেলা থেকেই ক্যারাটে চর্চা শুরু করে সাত্ত্বিক। এর আগেও আন্তর্জাতিক স্তরে সে সাফল্য এনেছে। এইবারের অর্জন তার পরিশ্রম এবং প্রতিভার আরও একটি প্রমাণ।
সাত্ত্বিকের এই সাফল্যের মূল কারণ তার বাবা তারক চন্দ্র দে, যিনি তার প্রথম গুরু এবং এখনো পর্যন্ত প্রশিক্ষক। তারকবাবু বলেন, “ও ছোটবেলা থেকেই ভীষণ পরিশ্রমী। একজন বাবা হিসেবে আমি গর্বিত।” সাত্ত্বিকও তার বাবার অবদানের কথা উল্লেখ করে বলেন, “আমার সাফল্যের মূল কারণ আমার বাবা। তাঁর জন্যই আমি এতদূর আসতে পেরেছি। আগামী দিনে আরও এগিয়ে যেতে চাই।”
গত ৩১শে আগস্ট, ২০২৫ তারিখে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, রাশিয়া, মালয়েশিয়া এবং ভারত থেকে প্রায় ১২০০ প্রতিযোগী অংশ নিয়েছিল। এত বিশাল সংখ্যক প্রতিযোগীর মধ্যে সাত্ত্বিকের এই সাফল্য প্রমাণ করে যে ইচ্ছা এবং অধ্যবসায় থাকলে যেকোনো লক্ষ্য অর্জন করা সম্ভব।