মোদী-পুতিনের একান্তে এক ঘণ্টা বৈঠক! কেন রাশিয়ান লিমুজিনে গোপন বৈঠক? তুঙ্গে জল্পনা

গত ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর চীনের তিয়েনচিনে অনুষ্ঠিত সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলনে এক চমকপ্রদ ঘটনা ঘটেছে। সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  রুশ Aurus লিমুজিনে একান্তে প্রায় এক ঘণ্টা গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, যা বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

রুশ সংবাদ সংস্থা TASS-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন নিজেই সাংবাদিকদের জানিয়েছেন যে, তিনি আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের বিষয়বস্তু প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ভাগ করেছেন। পুতিন বলেন, “এটা কোনো গোপন বিষয় নয়, আমি তাঁকে বলেছি আমরা কী নিয়ে কথা বলেছি।”

সাধারণত, ১৫ মিনিটের এই যাত্রাপথেই দুই নেতাকে তাদের পরবর্তী গন্তব্যে পৌঁছানোর কথা ছিল। কিন্তু তারা গাড়িতে আরও ৪৫ মিনিট আলোচনা চালিয়ে যান। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, “গাড়ির আরামদায়ক এবং সুরক্ষিত পরিবেশ তাঁদের গুরুত্বপূর্ণ আলোচনা চালিয়ে যেতে সাহায্য করেছে।” মস্কোর বিশেষজ্ঞরা বলছেন, Aurus লিমুজিনটি অত্যন্ত সুরক্ষিত, তাই হয়তো দুই নেতা স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা করেছেন, যা অন্য কারও কানে পৌঁছানো উচিত নয়।

প্রধানমন্ত্রী মোদী তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পুতিনের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে লিখেছেন, “SCO সম্মেলনের পর আমরা একসঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের স্থানে যাই। তাঁর সঙ্গে আলোচনা সবসময়ই অন্তর্দৃষ্টিপূর্ণ।”

মোদী আরও বলেন, “ভারত ও রাশিয়া সবসময়ই কঠিন সময়ে একে অপরের পাশে থেকেছে। আমাদের সম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” আগামী ডিসেম্বরে পুতিন ভারত সফরে আসবেন, যেখানে দুই নেতার মধ্যে আরও একবার দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হবে। তিয়েনচিনের এই বিশেষ মুহূর্তটি ভারত-রাশিয়া সম্পর্কের গভীরতা এবং ভবিষ্যতের পথরেখা স্পষ্ট করে তুলেছে।