মাটিতে হুমড়ি খেয়ে পড়লেন শঙ্কর ঘোষ, বিধানসভায় শুভেন্দুর পরে তিনিও সাসপেন্ড

রাজ্য বিধানসভায় ফের এক নজিরবিহীন দৃশ্যের সাক্ষী থাকল বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই প্রবল স্লোগান, বিক্ষোভ এবং শেষে সাসপেন্ড হওয়ার পর মাটিতে পড়ে গেলেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। বৃহস্পতিবার এই ঘটনার পর মুখ্যমন্ত্রী বিজেপিকে তীব্র আক্রমণ করেন, এবং পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

বৃহস্পতিবার অধিবেশন শুরুর আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাসপেনশন নিয়ে বিজেপি বিধায়করা স্লোগান দিতে শুরু করেন। মুখ্যমন্ত্রী বিধানসভায় প্রবেশ করার পর এই বিক্ষোভ আরও জোরালো হয়। পরিস্থিতি সামাল দিতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিক্ষুব্ধ বিধায়কদের বাইরে বেরিয়ে স্লোগান দেওয়ার নির্দেশ দেন এবং মার্শালদের দিয়ে তাদের বের করে দেওয়ার নির্দেশ দেন।

স্পিকারের নির্দেশ অনুযায়ী, মার্শালরা শঙ্কর ঘোষকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের সঙ্গে বিজেপি বিধায়কদের ধাক্কাধাক্কি শুরু হয়। এই প্রবল ঠেলাঠেলিতে শঙ্কর ঘোষ মাটিতে পড়ে যান এবং অসুস্থ হয়ে পড়েন। সেই ভিডিও শেয়ার করে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘গণতন্ত্র হত্যার’ অভিযোগ তোলেন।

শঙ্কর ঘোষকে বের করে দেওয়ার পরেও পরিস্থিতি শান্ত হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিধায়কদের দিকে আঙুল তুলে বলেন, “আমি অনেকক্ষণ ধরে শান্তি রক্ষা করার কথা বলছি। কিন্তু শান্তি রক্ষা করা দু’পক্ষের কাজ। এই যে এখানে কাগজ ছুঁড়ছেন, এটা অবৈধ। এরা গদিচোর, ভোটচোর। সব কটা হারবে। বাংলার লোকেরা এদের এখানে দেখতে চায় না।” তিনি আরও বলেন, “একই জিনিস পার্লামেন্টে দেখেছি। আমাদের সাংসদদের গায়ে হাত তুলেছে।”

মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরেও বিজেপি বিধায়করা স্লোগান দিতে থাকেন এবং তৃণমূল বিধায়করাও পাল্টা ‘জয় বাংলা’ স্লোগান শুরু করে দেন। এই হট্টগোলের জেরে শঙ্কর ঘোষের পাশাপাশি অগ্নিমিত্রা পলকেও সাসপেন্ড করা হয়। এই ঘটনা আবারও রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনার জন্ম দিল।