পুজোর আগে দাম কমল কোন কোন ইলেকট্রনিক জিনিসের? নতুন GST’র হার জেনেনিন

ৎসবের মরশুমের আগে ক্রেতাদের জন্য দারুণ খবর! জিএসটি (GST) কাঠামোয় আমূল পরিবর্তন এনেছে জিএসটি কাউন্সিল। এতদিনকার চারটি স্ল্যাবের (৫%, ১২%, ১৮% ও ২৮%) পরিবর্তে এখন থেকে মাত্র দুটি স্ল্যাব থাকবে: ৫ শতাংশ ও ১৮ শতাংশ। এই নতুন ব্যবস্থা আগামী ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। এর ফলে খাদ্যদ্রব্য, ইলেকট্রনিক্স এবং গাড়ি-বাইক সহ একাধিক পণ্যের দাম কমতে চলেছে।

এই জিএসটি পরিবর্তনের সবচেয়ে বড় সুবিধা পাবে মধ্যবিত্ত শ্রেণি। বিভিন্ন পণ্যের উপর থেকে ২৮ শতাংশের জিএসটি স্ল্যাব তুলে নেওয়ায় সেগুলির দাম অনেকটাই কমবে। যেসব জিনিসের দাম কমছে, তার তালিকা নিচে দেওয়া হলো:

ইলেকট্রনিক পণ্য: ৩২ ইঞ্চির বেশি আয়তনের এলসিডি ও এলইডি টিভি, এয়ার কন্ডিশনার, মনিটর, প্রজেক্টর এবং ডিশ ওয়াশিং মেশিন। আগে এসব পণ্যে ২৮ শতাংশ জিএসটি ছিল, যা এখন কমে হয়েছে ১৮ শতাংশ।

যানবাহন: ছোট গাড়ি ও বাইক।

খাদ্যদ্রব্য: বিভিন্ন খাদ্যপণ্যের দামও কমবে।

যেসব জিনিসের দাম বাড়লো:
একদিকে দাম কমলেও, কিছু পণ্যের উপর করের হার বাড়ানো হয়েছে। এই পণ্যগুলিকে ৪০ শতাংশের বিশেষ কর স্ল্যাবে রাখা হয়েছে। এই তালিকায় রয়েছে:

সিগারেট, মদ ও পান মশলা-সহ অন্যান্য তামাকজাত পণ্য।

ঠান্ডা পানীয়।

বড় ইঞ্জিন বা বিলাসবহুল গাড়ি।

সব মিলিয়ে, নতুন জিএসটি কাঠামো পুজোর মুখে বাজারকে চাঙ্গা করবে বলে মনে করা হচ্ছে।