মা-বাবাকে গুলি করে আত্মত্যার চেষ্টা সাব-ইন্সপেক্টরের, জঙ্গলমহলে চাঞ্চল্য, উদ্ধার সুইসাইড নোট

ঝাড়গ্রামে মা-বাবাকে গুলি করে নিজে আত্মহত্যার চেষ্টা করলেন এক সাব-ইনস্পেক্টর। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গেছে, জঙ্গলমহল ব্যাটেলিয়নের এই সাব-ইনস্পেকটরের নাম জয়দীপ চট্টোপাধ্যায়। গুলির ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তার মা ও বাবার হাসপাতালে মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ভোররাতে ডিউটি থেকে বাড়ি ফিরেছিলেন জয়দীপ। এরপর নিজের সার্ভিস রিভলভার দিয়ে তিনি প্রথমে মা ও বাবাকে গুলি করেন। তারপর নিজেই নিজেকে গুলি করে আত্মহত্যার চেষ্টা করেন। গুলির শব্দ শুনে প্রতিবেশী ও বাড়ির মালিক ছুটে এসে দেখেন, তিনজন রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঝাড়গ্রাম হাসপাতালে ভর্তি করে।
প্রাথমিক তদন্তে পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। পুলিশ সূত্রে খবর, ওই নোটে বাবা-মাকে নিয়ে মানসিক অশান্তিতে থাকার কথা উল্লেখ করেছেন জয়দীপ।
এই ঘটনা প্রসঙ্গে এক প্রতিবেশী সুশান্ত বারিক বলেন, “সকালে ঘুম থেকে উঠে দেখি রাস্তায় প্রচুর পুলিশের গাড়ি। তখন এই খবর জানতে পারি। জয়দীপ ও তার বাবা-মা এখানে ভাড়া থাকতেন। তারা খুব একটা কারও সঙ্গে মিশতেন না এবং সবসময় বাড়ির দরজা বন্ধ থাকত। শুনেছি তার বাবা কথা বলতে পারতেন না।”
পুলিশ এই ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে। কী কারণে জয়দীপ এমন চরম পদক্ষেপ নিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।