পূজোর আগে যাত্রীদের জন্য সুখবর, শিয়ালদা-বনগাঁ-রানাঘাট ও শিয়ালদা-কৃষ্ণনগর রুটে এবার এসি লোকাল

শিয়ালদা শাখার নিত্যযাত্রীদের জন্য দারুণ খবর! আগামী ৫ সেপ্টেম্বর থেকে শিয়ালদা-বনগাঁ-রানাঘাট এবং শিয়ালদা-কৃষ্ণনগর রুটে চালু হচ্ছে এসি লোকাল ট্রেন পরিষেবা। গত মাসে শিয়ালদা-রানাঘাট রুটে রাজ্যের প্রথম এসি লোকাল চালুর পর এবার আরও দুটি এসি লোকাল যুক্ত হচ্ছে পূর্ব রেলের এই গুরুত্বপূর্ণ শাখায়। এর ফলে এই রুটে মোট তিনটি এসি লোকাল চলবে।

জেনে নিন নতুন এসি লোকালের সময়সূচী
রানাঘাট-বনগাঁ-শিয়ালদা এসি লোকাল:

সকাল ৭টা ১১ মিনিটে রানাঘাট থেকে ছাড়বে।

বনগাঁ পৌঁছবে সকাল ৭টা ৫২ মিনিটে।

শিয়ালদা পৌঁছনোর সময় সকাল ৯টা ৩৭ মিনিট।

ফেরার পথে শিয়ালদা থেকে সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে ছেড়ে রাত ৮টা ৪১ মিনিটে রানাঘাট পৌঁছবে।

শিয়ালদা-কৃষ্ণনগর এসি লোকাল:

শিয়ালদা থেকে সকাল ৯টা ৪৮ মিনিটে ছেড়ে দুপুর ১২টা ৭ মিনিটে কৃষ্ণনগর পৌঁছবে।

ফিরতি পথে কৃষ্ণনগর থেকে দুপুর ১টা ৩০ মিনিটে ছেড়ে বিকেল ৩টে ৪০ মিনিটে শিয়ালদা পৌঁছবে।

নতুন এই পরিষেবা কাদের জন্য বিশেষ সুবিধাজনক?
নতুন এই এসি লোকাল ট্রেনগুলো অনেক যাত্রীর জন্য সুবিধাজনক হবে। বিশেষত বনগাঁ-শিয়ালদা রুটের ট্রেনটি দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে থামবে, ফলে বিমানযাত্রীরা শিয়ালদা পর্যন্ত না গিয়ে সহজেই সেখান থেকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে পারবেন। অন্যদিকে, শিয়ালদা-কৃষ্ণনগর রুটের এসি লোকালটি মায়াপুরের ইসকন মন্দিরে আসা ভক্ত ও পর্যটকদের জন্য যাতায়াত আরও আরামদায়ক ও মনোরম করে তুলবে।

পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে, শিয়ালদা-রানাঘাট রুটে চালু হওয়া প্রথম এসি লোকালে যাত্রীদের ব্যাপক সাড়া মিলেছে। প্রতিদিনই এই ট্রেনে ভিড় হচ্ছে, এমনকি আসন সংখ্যার চেয়েও বেশি যাত্রী যাতায়াত করছেন। সেই সাফল্যের সূত্র ধরেই রেল কর্তৃপক্ষ এবার অন্যান্য গুরুত্বপূর্ণ রুটেও এসি পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।