অপারেশন ‘ব্ল্যাক ফরেস্ট’ সফল, মাওবাদী নির্মূল না হওয়া পর্যন্ত থামবে না মোদী সরকার, হুঁশিয়ারি অমিত শাহের

ছত্তিশগড়ে মাওবাদী নিকেশ অভিযান ‘অপারেশন ব্ল্যাক ফরেস্ট’-এর সাফল্য নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার তিনি বলেন, যতদিন না মাওবাদীদের সম্পূর্ণ নির্মূল করা যাচ্ছে, ততদিন মোদী সরকার বিশ্রাম নেবে না। দেশের নিরাপত্তা বাহিনীকে কুর্নিশ জানিয়ে শাহ ঘোষণা করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশ থেকে নকশালবাদ নির্মূল করতে বদ্ধপরিকর।

২০ জন মাওবাদীর আত্মসমর্পণ
অমিত শাহের এই কড়া মন্তব্যের ঠিক আগেই ছত্তিশগড়ের বস্তারের সুকমায় ২০ জন মাওবাদী আত্মসমর্পণ করেছে। এদের মধ্যে ৯ জন মহিলা এবং ১১ জন পুরুষ। এদের মাথার উপর মোট ৩৩ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে দু’জন মাওবাদীর মাথার দাম ছিল ৮ লক্ষ টাকা করে, একজনের জন্য ছিল ৫ লক্ষ এবং বাকিদের জন্য ২ লক্ষ ও ১ লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

অপারেশন ‘ব্ল্যাক ফরেস্ট’ কী?
চলতি বছরের ২১ মে ছত্তিশগড়ের কারেগুট্টা পাহাড়ে নিরাপত্তা বাহিনীর এক অভিযানে সিপিআই (মাওবাদী)-এর সাধারণ সম্পাদক নাম্বালা কেশব রাও ওরফে বাসব রাজুর মৃত্যু হয়। এই শীর্ষ মাওবাদী নেতার নিকেশকে শাহ সরকারের এক বিরাট সাফল্য হিসেবে তুলে ধরেন। এই সফল অভিযানে অংশ নেওয়া সিআরপিএফ, ছত্তিশগড় পুলিশ, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং কোবরা জওয়ানদের সংবর্ধনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

অমিত শাহ জওয়ানদের সাহসিকতার প্রশংসা করে বলেন, ‘অপারেশন ব্ল্যাক ফরেস্ট’ মাওবাদী-বিরোধী অভিযানের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। তিনি জানান, মাওবাদীরা দেশের কিছু পিছিয়ে পড়া অঞ্চলে মারাত্মক ক্ষতি করছে এবং সরকারি কল্যাণমূলক প্রকল্পগুলোকে বাধা দিচ্ছে। কিন্তু নিরাপত্তা বাহিনীর সাহসী পদক্ষেপের কারণে মাওবাদীদের মজুত করা সব সরঞ্জাম এবং তাদের সরবরাহ-শৃঙ্খল সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে।

শাহ আরও বলেন, এই ধরনের অভিযানে কোনো নিরাপত্তা কর্মী গুরুতর আহত হলে মোদী সরকার তাদের জীবন সহজ করার জন্য সব ধরনের সহায়তা দেবে। তিনি জোর দিয়ে বলেন, মাওবাদীদের এই কর্মকাণ্ডের কারণে ৬.৫ কোটি মানুষের জীবনে ‘নতুন সূর্যোদয়’ হয়েছে।