পঁচাত্তরে পা মোদীর, জন্মদিন ঘিরে বিজেপির মেগাপ্ল্যান, চমক ‘নমো ভ্যান’ ও ‘নমো পার্ক

আর মাত্র কয়েকদিন। চলতি মাসের ১৭ তারিখ ৭৫ বছর পূর্ণ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে বিজেপি এবার এক বিশাল পরিকল্পনা হাতে নিয়েছে। প্রতি বছরের মতো এবারও ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে পালিত হবে ‘সেবা পাখওয়াডা’। তবে পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে এবারের আয়োজন হবে আরও জাঁকজমকপূর্ণ, যেখানে আকর্ষণের কেন্দ্রে থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী।

মোদীকে নিয়ে বিশেষ প্রদর্শনী ও তথ্যচিত্র
বিজেপি সূত্রে খবর, এবারের ‘সেবা পাখওয়াডা’-তে নরেন্দ্র মোদীর ব্যক্তিগত জীবন, রাজনৈতিক কর্মজীবনের সাফল্য এবং দলের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক নিয়ে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হবে। দলের শীর্ষ নেতৃত্বরা এই সভায় মোদীর জীবন ও কৃতিত্ব নিয়ে বক্তব্য রাখবেন। গত বছরও জন্মদিনে বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল, কিন্তু এবার তার ব্যাপ্তি হবে আরও বড়।

এছাড়াও, মোদীর জীবনী নিয়ে তৈরি একটি বিশেষ তথ্যচিত্র ‘সেবা পাখওয়াডা’-র বিভিন্ন অনুষ্ঠানে প্রদর্শিত হবে। তাঁর জীবন নিয়ে রচিত বইগুলি থেকে গুরুত্বপূর্ণ তথ্য বাছাইয়ের কাজও চলছে, যা একদল বিশেষজ্ঞ প্যানেল করছে।

‘নমো পার্ক’ ও ‘নমো ভ্যান’-এর ভাবনা
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিজেপির অন্যতম আকর্ষণীয় পদক্ষেপ হল ‘নমো পার্ক’ এবং ‘নমো ভ্যানস’ (বনভূমি) তৈরি করা। এর আগে এই উদ্যোগকে ‘মোদী পার্ক’ এবং ‘মোদী ভ্যানস’ নাম দেওয়া হলেও, সমালোচনার মুখে নাম পরিবর্তন করে ‘নমো পার্ক’ এবং ‘নমো ভ্যানস’ রাখা হয়। পুরসভাগুলির মাধ্যমে এই পার্ক এবং বনভূমি তৈরি করা হবে, যেখানে দর্শকরা বৃক্ষরোপণ করতে পারবেন। বিজেপির পরিকল্পনা অনুযায়ী, ‘নমো ভ্যান’-এর মাধ্যমে প্রায় ৫০ একর এলাকায় বনভূমি তৈরি করা হবে।

স্বাস্থ্য শিবির ও ম্যারাথন
‘সেবা পাখওয়াডা’ চলাকালীন দেশজুড়ে সাতদিন ব্যাপী স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা এ বিষয়ে বিভিন্ন রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে কথা বলছেন। পাশাপাশি, বিজেপি যুব মোর্চার উদ্যোগে ৩ ও ৫ কিলোমিটার দৈর্ঘ্যের ম্যারাথনের আয়োজন করা হবে। সব মিলিয়ে, নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিনকে এক বিশাল জনসম্পর্ক অভিযান এবং সেবামূলক কর্মসূচির মাধ্যমে উদযাপন করতে চলেছে বিজেপি।