দুর্গাপুরে ভয়াবহ বিস্ফোরণ, কেঁপে উঠল গোটা এলাকা, রক্তাক্ত অবস্থায় বৃদ্ধকে উদ্ধার

বুধবার দুপুরে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার হঠাৎই এক বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। এই ভয়াবহ বিস্ফোরণে আশেপাশের কয়েকটি বাড়ির জানালার কাঁচ ভেঙে যায়। আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর রক্তাক্ত অবস্থায় এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

কী ঘটেছিল?
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিটি সেন্টারের ম্যাক্সমুলার পথ এলাকায় একটি বেসরকারি ফায়ার এক্সটিংগুইশার রিফিলিং সংস্থার অফিসে এই ঘটনাটি ঘটে। দুপুরে যখন পাঁচজন কর্মী এক্সটিংগুইশার রিফিলিং-এর কাজ করছিলেন, তখন একটি পুরোনো সিলিন্ডারে গ্যাস ভরার সময় সেটি বিকট শব্দে ফেটে যায়। বিস্ফোরণে গুরুতর আহত হন দেবরাজ সোম (৬৫) নামে এক কর্মী। তাঁর সহকর্মীরা তাঁকে উদ্ধার করে দ্রুত একটি বেসরকারি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যান। তিনি বর্তমানে সেখানেই চিকিৎসাধীন।

আতঙ্কিত স্থানীয়রা
স্থানীয় বাসিন্দা ইন্দ্রাণী সেন জানান, বিস্ফোরণের শব্দ এতটাই জোরাল ছিল যে পুরো এলাকা কেঁপে ওঠে এবং তাঁদের বাড়ির জানালার কাঁচও ভেঙে যায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহত কর্মীর সহকর্মী জালালউদ্দিন মিদ্দা জানান, তাঁদের সংস্থাটি রাজ্য সরকারের দমকল বিভাগের অনুমোদিত। পুরোনো সিলিন্ডারটি ফেটে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (দুর্গাপুর) সুবীর রায় বলেন, “পুলিশ ঘটনাস্থল খতিয়ে দেখেছে। একজন আহত হয়েছেন। তবে এখনও পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি।”