আলোচনায় রাজি পুতিন, যুদ্ধের অবসান ঘটাতে মস্কোয় জেলেনস্কিকে বৈঠকের প্রস্তাব

আন্তর্জাতিক কূটনীতিতে এক নতুন মোড়। ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের মাঝে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার সরাসরি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আলোচনার প্রস্তাব দিয়েছেন। বুধবার চিন সফর শেষে পুতিন সাংবাদিকদের জানান, যদি আলোচনার প্রস্তুতি সঠিকভাবে সম্পন্ন হয়, তাহলে তিনি মস্কোয় জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত।

পুতিনের শর্ত: মস্কোয় আসতে হবে জেলেনস্কিকে
পুতিন তাঁর মন্তব্যে স্পষ্ট করে বলেন, “যদি জেলেনস্কির সঙ্গে বৈঠকের প্রস্তুতি ভালোভাবে হয়, তাহলে আমি আলোচনায় বসতে প্রস্তুত। জেলেনস্কিকে মস্কোয় আসতে দিন, বৈঠক হবে।” পুতিনের এই প্রস্তাব এমন এক সময়ে এল, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিরসনে মধ্যস্থতা করার চেষ্টা করছেন। সম্প্রতি ট্রাম্প আলাস্কায় পুতিনের সঙ্গে এবং পরে হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন। ট্রাম্প আশা প্রকাশ করেছেন যে, তাঁর উপস্থিতিতে ত্রিপক্ষীয় বৈঠকের আগে পুতিন এবং জেলেনস্কি নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা করবেন।

আলোচনার পথে নতুন সম্ভাবনা
পুতিন বেইজিংয়ে সাংবাদিকদের সামনে বলেন, “আমি মনে করি টানেলের শেষে একটি আলো রয়েছে, দেখা যাক পরিস্থিতি কীভাবে তৈরি হয়। তা না হলে আমাদের সব কাজ সামরিকভাবে সমাধান করতে হবে।” যদিও এর আগে জেলেনস্কি অভিযোগ করেছিলেন যে রাশিয়া এই ধরনের বৈঠক এড়িয়ে যেতে চাইছে, অন্যদিকে রাশিয়া জানিয়েছিল যে বৈঠকের এজেন্ডা প্রস্তুত ছিল না।

পুতিনের এই মন্তব্য আন্তর্জাতিক মহলে আশার সঞ্চার করেছে। তবে, এই বৈঠকের প্রস্তাব কতটা ফলপ্রসূ হবে এবং কবে এই আলোচনা শুরু হবে, তা নিয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এখন দেখার বিষয়, জেলেনস্কি পুতিনের এই প্রস্তাবে কীভাবে সাড়া দেন।