এশিয়া কাপের আগে চমক, ব্রঙ্কো টেস্ট হলো না রোহিত-গিলদের, কেন পিছিয়ে গেল কঠিন পরীক্ষা

এশিয়া কাপ এবং অস্ট্রেলিয়া সফরের আগে ভারতীয় ক্রিকেটারদের জন্য বাধ্যতামূলক করা হয়েছিল ‘ব্রঙ্কো টেস্ট’—এমনটাই ঘোষণা করেছিল বিসিসিআই। কিন্তু শেষ মুহূর্তে সেই পরীক্ষা আর হল না। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) নিয়মিত ফিটনেস টেস্ট দিলেও, ব্রঙ্কো টেস্টের মুখোমুখি হতে হয়নি রোহিত শর্মা, শুবমান গিলদের।

কেন নেওয়া হলো না এই পরীক্ষা?

বিসিসিআই সূত্রে খবর, ভারতীয় ক্রিকেটাররা আগামী বৃহস্পতিবার দুবাই পৌঁছবেন। সেখানেই ব্রঙ্কো টেস্ট নেওয়ার কথা ভাবা হচ্ছে। দলের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ অ্যাড্রিয়ান লে রু যদি চান, তবে দুবাইয়ে অনুশীলনের সময় এই পরীক্ষা করানো হতে পারে। তবে, এই কঠিন টেস্টে কেউ ব্যর্থ হলে এশিয়া কাপের দল থেকে বাদ পড়বেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। প্রধান কোচ গৌতম গম্ভীর ফিটনেসকে কতটা গুরুত্ব দেন, তার উপরই নির্ভর করছে ভবিষ্যতে এই টেস্টের ভাগ্য।

ব্রঙ্কো টেস্ট কী?

ব্রঙ্কো টেস্ট হলো এক ধরনের কঠিন ফিটনেস পরীক্ষা, যেখানে একজন ক্রিকেটারকে নির্দিষ্ট সময়ের মধ্যে পাঁচবার ২০ মিটার করে দৌড়াতে হয়। এই পরীক্ষার মাধ্যমে খেলোয়াড়দের ফিটনেস, ক্ষিপ্রতা এবং স্ট্যামিনা যাচাই করা হয়। ফিটনেসের ওপর জোর দিয়ে বিসিসিআই এই পরীক্ষা চালু করার সিদ্ধান্ত নিয়েছিল।

তবে, বিরাট কোহলির ক্ষেত্রে দেখা গেছে ভিন্ন চিত্র। তিনি বিসিসিআইয়ের অনুমতি নিয়ে লন্ডন থেকে অনলাইনে ফিটনেস টেস্ট দিয়েছেন। এই বিশেষ ছাড় তাকে দেওয়া নিয়েও নানা প্রশ্ন উঠেছে। সামনে একাধিক গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট থাকায় বিসিসিআই কোনোভাবেই ফিটনেসের সঙ্গে আপস করতে চায় না।