ধোনির মতোই হতে চান পাকিস্তানের অধিনায়ক, বিশ্বকাপে ভারত ম্যাচের আগে চমকে দিলেন ফাতিমা সানা

ভারতের মাটিতে আসন্ন ওয়ান ডে বিশ্বকাপের আগে চমকপ্রদ মন্তব্য করলেন পাকিস্তানের মহিলা দলের অধিনায়ক ফাতিমা সানা। ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচটি শ্রীলঙ্কার কলম্বোতে হলেও, বিশ্বকাপের মঞ্চে নেতৃত্ব দেওয়ার আগে স্নায়ুর চাপ সামলাতে তার প্রেরণা ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
কেন ধোনিকে আদর্শ মানেন ফাতিমা?
পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে ফাতিমা সানা বলেন, “বিশ্বকাপের মতো বড় মঞ্চে স্নায়ুর চাপ থাকাটাই স্বাভাবিক। তবে আমি নেতৃত্বের ক্ষেত্রে মহেন্দ্র সিং ধোনির থেকে অনুপ্রেরণা নিই।” ধোনিই একমাত্র এশিয়ান অধিনায়ক যিনি আইসিসির তিনটি বড় ট্রফি জিতেছেন।
ফাতিমা আরও বলেন, “ধোনির অসংখ্য ম্যাচ দেখেছি, তিনি কীভাবে প্রবল চাপের মুখেও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেন এবং খেলোয়াড়দের পাশে থাকেন, তা শেখার মতো। আমি যখনই নেতৃত্ব পেয়েছি, তখনই চেয়েছি ধোনির মতো হতে। তার অনেক সাক্ষাৎকারও দেখেছি এবং সেখান থেকে অনেক কিছু শিখেছি।”
পাকিস্তানের আশা ও আকাঙ্ক্ষা
আগামী ২ অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান। যদিও বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের পারফরম্যান্স এখনও পর্যন্ত হতাশাজনক, তবে ফাতিমা এইবার পরিস্থিতি বদলাতে আত্মবিশ্বাসী। ধোনির মতো ‘ক্যাপ্টেন কুল’ হয়ে তিনি কি পাকিস্তানের ভাগ্যের চাকা ঘোরাতে পারবেন, সেটাই এখন দেখার বিষয়।