বিয়ের বয়স হয়ে গেল, কেউ এল না’, কেন এমন আক্ষেপ জনপ্রিয় অভিনেতার

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সায়ক চক্রবর্তী সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে নিজের মনের কথা ভাগ করে নিয়েছেন, যা নিয়ে চলছে জোর আলোচনা। প্রতিদিনের ভ্লগের মাধ্যমে অনুরাগীদের সঙ্গে যুক্ত থাকা এই অভিনেতা এবার যেন জীবনের একাকীত্বের সুর তুলেছেন।
পোস্টে কী লিখলেন সায়ক?
মঙ্গলবার নিজের কিছু ছবি পোস্ট করে সায়ক ক্যাপশনে লেখেন, “বিয়ের বয়স হয়ে গেল। এখনও জীবনে কেউ এল না।” তার এই মন্তব্য দ্রুত ভাইরাল হয়ে যায়। ছবিতে তাকে কালো টি-শার্ট ও সাদা জিন্সে দেখা গেছে, যা দেখে নেটিজেনরা নানা মন্তব্য করেছেন।
অনুরাগীদের প্রতিক্রিয়া
সায়কের পোস্টে তার অনুরাগীরা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দিয়েছেন। কেউ তাকে ধৈর্য ধরতে বলেছেন, আবার কেউ তার জন্য ভালো একজন জীবনসঙ্গী খুঁজে নেওয়ার পরামর্শ দিয়েছেন।
একজন লিখেছেন, “ধৈর্য্য ধরে অপেক্ষা করুন, একদিন ঠিক আসবে।”
আরেকজন রসিকতা করে বলেছেন, “যে আসছে, সে হয়তো এখনও নিজের বিয়ের ফটোশুটের পোজ প্র্যাকটিস করছে।”
একজন মহিলা অনুরাগী তো সরাসরি সমাধানের প্রস্তাব দিয়ে ইনবক্সে যোগাযোগ করতে বলেছেন।
এছাড়াও, অনেকে সায়কের মায়ের মতো ভালো মনের মানুষ তার জীবনে আসুক, এমন শুভকামনাও জানিয়েছেন।
সায়ক এখন কী করছেন?
সায়ক চক্রবর্তী বর্তমানে একাধিক সিরিয়ালে কাজ করছেন। দীর্ঘ বিরতির পর ‘তুই আমার হিরো’ ও ‘চিরসখা’ ধারাবাহিকে তাকে দেখা গিয়েছিল। সম্প্রতি স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘রাজ রাজেশ্বরী রাণী ভবাণী’-তে তিনি রাজা রাজবল্লভের ভূমিকায় অভিনয় করেছেন।