সীমান্তে নতুন কৌশল, ২ পাচারকারী গ্রেফতার মালদায় উদ্ধার ২১ লক্ষের বেশি জাল নোট

উৎসবের মরশুমের মুখে ফের সক্রিয় হয়ে উঠেছে জাল নোটের পাচারচক্র। তার প্রমাণ মিলেছে মালদায়। নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে বৈষ্ণবনগর থানার পিটিএস মোড় থেকে প্রায় ২১ লাখ টাকার জালনোট-সহ দুই কারবারিকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। ডিমনিটাইজেশনের পর এই প্রথম এত পরিমাণ জালনোট উদ্ধার হল বলে দাবি করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ।
কোটি টাকার নোট বাজেয়াপ্ত
এসটিএফ-এর এক আধিকারিক জানান, গোপন সূত্রে খবর পেয়ে তারা বৈষ্ণবনগর থানার পিটিএস মোড়ে তল্লাশি অভিযান চালায়। সেখানে দুই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের কাছে থাকা দুটি ব্যাগ থেকে ২০ লক্ষ ৮৭ হাজার টাকার জালনোট বাজেয়াপ্ত করা হয়। প্রতিটি নোট ৫০০ টাকার ছিল এবং মোট ৪,১৭৪টি নোট উদ্ধার করা হয়েছে। এরপরই হজরত বেলাল ওরফে মাসুদ (২৪) এবং তরিকুল ইসলাম (২৫) নামে দুই যুবককে আটক করা হয়। প্রাথমিক জেরায় তারা স্বীকার করেছেন যে, এই জালনোটের বান্ডিলগুলি বাংলাদেশ থেকে সংগ্রহ করা হয়েছিল।
তদন্ত শুরু
এসটিএফ উদ্ধার করা জালনোট-সহ ধৃত দুই যুবককে বৈষ্ণবনগর থানার পুলিশের হাতে তুলে দিয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। এই জালনোট পাচারচক্রে আর কারা জড়িত এবং ধৃতরা কোথায় এই বিপুল পরিমাণ জালনোট পাচার করছিল, সে বিষয়ে পুলিশি তদন্ত শুরু হয়েছে। মালদা জেলার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, “গোটা ঘটনা নিয়ে পুলিশি তদন্ত শুরু হয়েছে।”
উল্লেখ্য, অগস্ট মাসের শুরুতেই বৈষ্ণবনগর থানা এলাকা থেকে দুই মহিলাকে ২০ লক্ষ টাকার জাল নোট-সহ গ্রেফতার করা হয়েছিল। জানা যায়, সেই জালনোটগুলি পাকিস্তান থেকে ভারতে ঢুকেছে। এই ঘটনা আবারও সীমান্তে জালনোট পাচারের নতুন কৌশলের ইঙ্গিত দিচ্ছে।