কোহলির জন্য কি নিয়ম আলাদা, লন্ডন থেকে ফিটনেস টেস্ট দিয়ে বিতর্ক উসকে দিলেন বিরাট

আগামী মাসে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারতীয় দল। এই সফরেই ওডিআই সিরিজে জাতীয় দলে ফিরছেন বিরাট কোহলি। কিন্তু তাঁর ফিটনেস টেস্ট দেওয়া নিয়ে ক্রিকেট মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কারণ, অন্য ক্রিকেটাররা যখন বেঙ্গালুরুতে ফিটনেস টেস্ট দিচ্ছেন, তখন কোহলিকে সেই সুবিধা থেকে ছাড় দেওয়া হয়েছে।

বিরাটকে কেন বিশেষ সুবিধা?

জানা গেছে, বিরাট কোহলি বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে (BCCI Centre of Excellence) নয়, বরং লন্ডন থেকে ফিটনেস টেস্ট দিয়েছেন। ভারতীয় দল বা বিসিসিআই-এর কেউ তাঁর টেস্টের সময় উপস্থিত ছিলেন না। তিনি লন্ডন থেকেই অনলাইনে ফিটনেস টেস্ট দেওয়ার অনুমতি চেয়েছিলেন এবং বিসিসিআই তাতে সায় দেয়।

এদিকে, দলের অন্যান্য গুরুত্বপূর্ণ ক্রিকেটার যেমন টি-২০ অধিনায়ক সূর্যকুমার যাদব, টেস্ট দলের অধিনায়ক শুবমান গিল, ওডিআই দলের অধিনায়ক রোহিত শর্মা এবং পেসার মহম্মদ সিরাজসহ অনেকেই বেঙ্গালুরুতে গিয়ে ফিটনেস টেস্ট দিয়েছেন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, একজন ক্রিকেটারকে কেন এই বিশেষ সুবিধা দেওয়া হলো?

গম্ভীর-বিরাটের দ্বন্দ্ব

প্রধান কোচ গৌতম গম্ভীর তারকা ক্রিকেটারদের জন্য বিশেষ সুবিধা দেওয়ার প্রথা শেষ করতে চাইছেন। অথচ, বিরাট কোহলিকে সেই বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। এতে দলের মধ্যে একধরনের চাপা ক্ষোভ তৈরি হয়েছে। যদিও বিরাটের ফিটনেস নিয়ে কারোর কোনো সন্দেহ নেই। তিনি ভারতীয় দলের সবচেয়ে ফিট খেলোয়াড়। কিন্তু যখন নিয়ম সবার জন্য এক, তখন কেন এই ছাড়, এই প্রশ্নই এখন ক্রিকেট মহলে ঘুরছে।

টি-২০ এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া বিরাট এখন শুধু ওডিআই খেলছেন। অস্ট্রেলিয়া সফরের মাধ্যমেই তিনি জাতীয় দলে ফিরবেন। তিনি লন্ডনে আইপিএল-এর গুজরাট টাইটানস দলের সহকারী কোচ নায়িম আমিনের সাহায্যে অনুশীলন করছেন।