অযোগ্য শিক্ষকের তালিকায় নাম, তৃণমূলের সঙ্গে যোগ, তোলপাড় সাগর

নিয়োগ দুর্নীতি মামলায় অযোগ্য হিসেবে চিহ্নিত শিক্ষকদের যে তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC), তাতে দক্ষিণ ২৪ পরগনার সাগর ব্লকের প্রায় ৩০ থেকে ৪০ জন বাসিন্দার নাম রয়েছে। এই ঘটনায় তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, এই তালিকার বেশিরভাগ ব্যক্তিই শাসকদল তৃণমূলের সঙ্গে যুক্ত।

তালিকায় কাদের নাম?
প্রকাশিত তালিকা অনুযায়ী, সাগরের একাধিক প্রভাবশালী তৃণমূল নেতার নাম জড়িয়েছে এই দুর্নীতির সঙ্গে।

বিভাস মণ্ডল: ধবলাট এলাকার প্রাক্তন তৃণমূল বুথ সভাপতি বিভাস মণ্ডল, যিনি সাগরের একটি স্কুলের জীবন বিজ্ঞানের শিক্ষক ছিলেন, তাঁর নামও এই তালিকায় আছে।

পম্পা ভুঁইয়া: স্থানীয় নরহরিপুরের প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য গদাধর বেরার পুত্রবধূ পম্পা ভুঁইয়ার নামও রয়েছে। তিনি নামখানার একটি স্কুলের বাংলার শিক্ষিকা ছিলেন।

জানা পরিবার: তৃণমূল পরিচালিত সাগরের কমলপুর কৃষি সমবায় সমিতির সভাপতি সত্যেন জানার ছেলে বিশ্বনাথ জানা এবং তাঁর পুত্রবধূ সুষমা দাসের নামও তালিকায় দেখা যাচ্ছে। এই পরিবারেরই অন্য দুই সদস্য সোমনাথ জানা ও মিঠু জানা গ্রুপ-সি পদে চাকরি হারিয়েছেন।

কী বলছেন অভিযুক্তরা?
দাগি তালিকায় নাম থাকা ধবলাটের প্রাক্তন তৃণমূল বুথ সভাপতি বিভাস মণ্ডল বলেন, “হঠাৎ করেই অযোগ্য বলে বাদ দিল। আমি টাকা পয়সা দিইনি। আমি নতুন করে অ্যাডমিট কার্ডও পেয়েছি। আমি আগে তৃণমূল করতাম, তবে এখন আর পার্টি করি না।”

এই ঘটনায় বিজেপি শাসক তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে এবং রাজনৈতিক যোগসাজশের অভিযোগ তুলেছে।