বাবাকেই ‘প্রেসিডেন্ট’ করে দল থেকে ইস্তফা দিলেন কে কবিতা, কেন এমন বিস্ফোরক সিদ্ধান্ত

নিজের বাবা ও তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (কেসিআর)-এর দল, ভারত রাষ্ট্র সমিতি (BRS) থেকে পদত্যাগ করলেন কেসিআর-কন্যা কে কবিতা। গতকালই দলের প্রবীণ নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলায় তাঁকে দল থেকে সাসপেন্ড করা হয়েছিল। বুধবার বিধান পরিষদের সদস্য পদ থেকে ইস্তফা দেওয়ার পর এক সংবাদ সম্মেলনে কবিতা জানান যে, তিনি তার বাবা ও দলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবেন না। বরং তিনি এখন তার বাবার প্রতিষ্ঠিত দল তেলঙ্গানা জাগ্রুতি-র সভাপতি হিসাবেই কাজ করবেন।
দলীয় নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ
দল ছাড়ার পর কবিতা বিস্ফোরক অভিযোগ করেন যে, দলেরই নেতা হরিশ রাও এবং প্রাক্তন সাংসদ জে সন্তোষ কুমার তার বাবা কেসিআর-এর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তিনি আরও বলেন, “দলের ওয়ার্কিং প্রেসিডেন্ট এবং আমার দাদা কেটি রামা রাওয়ের কাছ থেকে কোনো উত্তর পাইনি। তখনই আমি পরিস্থিতিটা বুঝেছি। হরিশ রাওয়ের সঙ্গে বর্তমান মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির যোগাযোগ রয়েছে। দিল্লিতে রেবন্তের পা ধরেছিলেন হরিশ, আর সেখান থেকেই ষড়যন্ত্রের বীজ রোপণ হয়েছিল।”
তিনি হরিশ রাওয়ের বিশাল সম্পত্তির উৎস নিয়েও প্রশ্ন তোলেন। তার অভিযোগ, হরিশ কালেশ্বরম প্রকল্পে দুর্নীতির সঙ্গে জড়িত এবং সেই টাকা তিনি বিধায়কদের নিজের নিয়ন্ত্রণে রাখতে ব্যবহার করতেন।
বাবা ও ভাইকে বার্তা
কবিতা সংবাদ সম্মেলনে জানান, তিনি দলের অভ্যন্তরে হওয়া ষড়যন্ত্রের জন্য মর্মাহত। তিনি তার দাদা কেটি রামা রাওয়ের কাছে অনুরোধ করেন যেন তিনি কেসিআর-এর স্বাস্থ্য এবং দলের কর্মীদের খেয়াল রাখেন। তিনি স্পষ্ট করে বলেন, তার বাবা কেসিআর তার অনুপ্রেরণা এবং তিনি তার বাবার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবেন না।
প্রসঙ্গত, আবগারি দুর্নীতি মামলায় নাম জড়িয়ে কে কবিতা ইডি এবং সিবিআইয়ের তদন্তের মুখে পড়েছিলেন এবং তাকে গ্রেফতারও করা হয়েছিল।