ভয়াবহ বন্যায় ডুবছে পাঞ্জাব, ‘জাতীয় বিপর্যয়’ ঘোষণার পরও কী বললেন হরভজন সিং

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাঞ্জাব। এমন পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেটার ও রাজ্যসভার সাংসদ হরভজন সিং নিজের জন্মভূমির এই অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “পাঞ্জাব স্ট্রং, নিশ্চয়ই এই পরিস্থিতি সামলে উঠতে পারবে।” তবে, তিনি বর্তমান পরিস্থিতিকে ‘অত্যন্ত বেদনাদায়ক’ বলেও উল্লেখ করেছেন। তার মতে, ১৯৮৮ সালের পর পাঞ্জাবে এমন ভয়ংকর বন্যা আর দেখা যায়নি।

কৃষকদের দুর্দশা নিয়ে কী বললেন তিনি?
বন্যার কারণে পাঞ্জাবের কৃষি খাতও চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হরভজন সিং বলেন, হাজার হাজার একর ফসলি জমি জলের নিচে চলে গেছে এবং বহু গ্রাম সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। পাঞ্জাবকে দেশের ‘ফুড বোল’ বা শস্যভান্ডার বলা হয়, তাই এই বন্যায় কৃষকদের ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ায় সারা দেশের খাদ্য ব্যবস্থায় এর প্রভাব পড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

সারা দেশের কাছে আবেদন
এই কঠিন সময়ে পাঞ্জাবের মানুষের পাশে দাঁড়ানোর জন্য হরভজন সারা দেশের কাছে আবেদন জানিয়েছেন। তিনি বলেন, “পাঞ্জাবের মানুষ সবসময় দেশের যেকোনো সংকটে সবার আগে এগিয়ে এসেছে। এখন সময়, পুরো দেশ পাঞ্জাবের পাশে দাঁড়ানোর।” তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেন, কারণ তিনি এই বন্যাকে ‘জাতীয় বিপর্যয়’ হিসেবে ঘোষণা করেছেন এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দ্রুত ত্রাণ ও উদ্ধারকাজ শুরু হয়েছে।