ইনস্টাগ্রামে আলাপ, দেখা করতেই সামনে এল আসল বয়স, প্রেমিকাকে খুন করে ঝোপে ফেলে দিল যুবক

ইনস্টাগ্রামে প্রেম, তারপর দেখা হতেই সামনে এল এক নির্মম সত্য। আর সেই রাগে প্রেমিকাকে নৃশংসভাবে খুন করে ঝোপের মধ্যে ফেলে দেওয়ার অভিযোগ উঠল ২৬ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের মৈনপুরী জেলার এই হাড়হিম করা ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। পুলিশ অভিযুক্ত অরুণ রাজপুতকে গ্রেফতার করেছে।
কীভাবে ঘটল এই ঘটনা?
পুলিশ সূত্রে জানা গেছে, অরুণ রাজপুত ইনস্টাগ্রামে এক মহিলার সঙ্গে পরিচিত হন। দীর্ঘ দেড় বছর ধরে তাদের অনলাইনে কথোপকথন চলতে থাকে। মহিলাটি ইনস্টাগ্রাম ফিল্টার ব্যবহার করে নিজের বয়স অনেক কম দেখাতেন। তিনি চার সন্তানের মা, এবং তার আসল বয়স ছিল ৫২ বছর।
দুই মাস আগে তারা প্রথমবার ফররুখাবাদ জেলার একটি হোটেলে দেখা করেন। সেখানেই অরুণ জানতে পারেন যে মহিলা তার চেয়ে অনেক বেশি বয়স্ক। কিন্তু সম্পর্ক ভাঙার বদলে অরুণ সেই মহিলার কাছ থেকে প্রায় ১.৫ লক্ষ টাকা ধার নেন।
খুনের কারণ কী?
টাকা ফেরত দেওয়া এবং বিয়ের জন্য মহিলাটি অরুণের ওপর চাপ দিতে শুরু করেন। এতে ক্ষিপ্ত হয়ে অরুণ তাকে খুনের পরিকল্পনা করে। পুলিশ সুপার অরুণ কুমার সিং জানান, এরপর অরুণ ওই মহিলাকে মৈনপুরীতে ডেকে নিয়ে আসে। একটি নির্জন জায়গায় ওড়না দিয়ে শ্বাসরোধ করে তাকে খুন করে এবং দেহটি কাঁশবনের ঝোপে ফেলে পালিয়ে যায়।
যেভাবে ধরা পড়ল খুনি
গত ১১ আগস্ট পুলিশ একটি পরিত্যক্ত মৃতদেহ উদ্ধার করে, যা পরে ওই মহিলার বলে চিহ্নিত হয়। নিখোঁজ ডায়েরির ভিত্তিতে তদন্ত শুরু হলে পুলিশ কল ডিটেইলস রিপোর্ট (CDR) বিশ্লেষণ করে অভিযুক্ত অরুণ রাজপুতকে চিহ্নিত করে। পুলিশের কাছে জেরায় অরুণ নিজের অপরাধ স্বীকার করেছে।