SSC- দুর্নীতি মামলায় নতুন মোড়, আগাম জামিনের আবেদন জানালেন পরেশ অধিকারী ও তাঁর মেয়ে

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এবার আগাম জামিনের আবেদন জানালেন রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী ও তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারী। সিবিআই আদালতে আত্মসমর্পণ করে তাঁরা জামিনের আবেদন জানিয়েছেন। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
কেন আগাম জামিনের আবেদন?
এসএসসি-র ‘দাগি তালিকা’য় পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নাম রয়েছে। সুপ্রিম কোর্ট সম্প্রতি নির্দেশ দিয়েছে যে, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার চার্জশিট এক মাসের মধ্যে জমা দিতে হবে এবং দুই মাসের মধ্যে সাক্ষ্যগ্রহণ শেষ করে দ্রুত বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। এই নির্দেশের পরেই সিবিআই পরেশ অধিকারী, অঙ্কিতা অধিকারীসহ অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে ফাইনাল চার্জশিট জমা দেয়। চার্জশিটে নাম আসার পর অভিযুক্তদের আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছিল।
অভিযুক্তদের যুক্তি কী?
আদালতে আত্মসমর্পণ করার পর পরেশ ও অঙ্কিতার আইনজীবীরা তাঁদের জামিনের জন্য আবেদন জানান। আইনজীবীর বক্তব্য, তাঁদের মক্কেলরা সিবিআই-এর তদন্তে পূর্ণ সহযোগিতা করেছেন। সিবিআই যখনই ডেকেছে, তাঁরা দফতরে গিয়েছেন এবং বয়ান রেকর্ড করিয়েছেন। যেহেতু তদন্তের সময় সিবিআই তাঁদের গ্রেফতার করেনি, তাই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তাঁদের জামিন দেওয়া হোক, এই মর্মে আবেদন করা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি ও আদালতের সিদ্ধান্ত এখন সবার নজরে।