ভাবাদিঘি জট কাটাতে কড়া নির্দেশ হাইকোর্টের, এবার কী হবে গ্রামবাসীদের

হুগলির তারকেশ্বর-বিষ্ণুপুর রেল প্রকল্পের কাজ অবশেষে শুরু হতে চলেছে। বছরের পর বছর ধরে আটকে থাকা ভাবাদিঘির জট কাটাতে এবার হস্তক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি নির্দেশ দিয়েছেন, আগামী ৫ সেপ্টেম্বর থেকেই ওই এলাকায় রেল ব্রিজের কাজ শুরু করতে হবে।

আদালতের নির্দেশ কী?
বুধবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, অবিলম্বে অর্থাৎ আগামী ৫ সেপ্টেম্বর থেকে ভাবাদিঘি এলাকায় রেলের কাজ শুরু করতে হবে। হুগলি জেলা পুলিশ ও প্রশাসনকে এই কাজ সম্পন্ন করতে সবরকমের সাহায্য করার নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত আরও স্পষ্ট করে জানিয়েছে, রেললাইন বন্ধ করে কোনো ধরনের বিক্ষোভ বা আন্দোলন বরদাস্ত করা হবে না। দ্রুত কাজ শেষ করার জন্য পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করতে হবে। ১৭ নভেম্বরের মধ্যে কাজের অগ্রগতি সম্পর্কে হলফনামা জমা দিতে বলা হয়েছে।

কেন আটকে ছিল কাজ?
তারকেশ্বর-বিষ্ণুপুর ৮২.৪৭ কিলোমিটার দীর্ঘ রেল প্রকল্পের মধ্যে মাত্র ৬০০ মিটার জায়গার কাজ আটকে ছিল ভাবাদিঘির জন্য। গ্রামবাসীদের অভিযোগ ছিল, রেল কর্তৃপক্ষ তাদের দাবি মানেনি এবং জলাশয় ভরাট করে রেললাইন তৈরি করতে চাইছে। গ্রামবাসীরা এই দিঘিকে তাদের জীবিকা ও পানীয় জলের উৎস মনে করে। তাই তারা দিঘি ভরাট করার তীব্র বিরোধিতা করে আসছিলেন।

অন্যদিকে, এই প্রকল্প চালু হলে বাঁকুড়া ও পুরুলিয়ার সঙ্গে হাওড়ার দূরত্ব অনেক কমে যাবে। বর্তমানে ভাবাদিঘির এই ৬০০ মিটার অংশ বাদ দিয়ে গোঘাট থেকে কামারপুকুর পর্যন্ত রেললাইন পাতার কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন দেখার, আদালতের এই কড়া নির্দেশের পর গ্রামবাসীদের বিক্ষোভ কীভাবে সামলানো হয়।