চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে শ্বশুরবাড়ি থেকে পালাল দুই জা, গ্রামবাসীকে চমকে দিল এক প্রেমিকের কীর্তি

চায়ের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে শ্বশুর, শাশুড়ি ও তিন মেয়েকে বেহুঁশ করে একই বাড়িতে দুই জা-এর পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার বাগদা থানার মালিদা গ্রামে। পালিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি তাদের। বাগদা থানার পুলিশ দুই গৃহবধূ, কুলচান মল্লিক ও নাজমা মণ্ডলকে গ্রেফতার করেছে।
কী ঘটেছিল সেই রাতে?
মঙ্গলবার সন্ধ্যায় মালিদা গ্রামের বাসিন্দা আনিসুর শেখ বাগদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান, তার স্ত্রী নাজমা মণ্ডল এবং বৌদি কুলচান মল্লিক, তার মা-বাবা ও তিন মেয়েকে চায়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে গ্রাম থেকে পালিয়ে গিয়েছেন। আনিসুর তার অভিযোগপত্রে বলেন, গ্রামেরই যুবক আরিফ মোল্লা এই দুই গৃহবধূকে পালাতে সাহায্য করেছেন।
অভিযোগ পাওয়ার পর বাগদা থানার পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। মোবাইল টাওয়ারের লোকেশন ট্র্যাক করে মঙ্গলবার রাতেই দুই গৃহবধূকে গ্রেফতার করা হয়। পুলিশি জেরায় বড় বউ কুলচান মল্লিক স্বীকার করেছেন যে তারা চায়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়েছিলেন।
কেন এই পদক্ষেপ?
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের যুবক আরিফ মোল্লার সঙ্গে দুই জা-এরই সম্পর্ক ছিল। দীর্ঘদিন ধরে চলা এই সম্পর্কের কারণেই তারা এমন কাণ্ড ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে, আরিফ মোল্লার স্ত্রীও তার স্বামীর কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন।
তবে, এখনও পর্যন্ত আরিফ মোল্লার কোনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে। একই বাড়িতে দুই গৃহবধূর এমন ঘটনায় হতবাক মালিদা গ্রামের বাসিন্দারা।