প্রেমিকের সঙ্গে পালিয়েছিলেন ২ গৃহবধূ, ধরা পড়তেই ফাঁস হলো চাঞ্চল্যকর তথ্য

একই পরিবারের দুই গৃহবধূ এক প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন। তবে শেষরক্ষা হলো না। বাগদা থানার পুলিশ তাদের দু’জনকেই গ্রেফতার করেছে। চাঞ্চল্যকর এই ঘটনায় জানা গেছে, পালানোর আগে তারা শ্বশুর-শাশুড়ির পাশাপাশি নিজেদের তিন শিশু কন্যাকেও চায়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে দিয়েছিলেন।
কী ঘটেছিল?
উত্তর ২৪ পরগনার বাগদা থানার মালিদা গ্রামের বাসিন্দা কুলচান মল্লিক ও নাজমা মণ্ডল, সম্পর্কে যারা যথাক্রমে বড় এবং ছোট বউ, তারা আরিফ মোল্লা নামে এক যুবকের সঙ্গে পালিয়ে যান। মঙ্গলবার সন্ধ্যায় নাজমার স্বামী আনিসুর শেখ বাগদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে জানান যে তার স্ত্রী ও বৌদি মা-বাবা এবং তিন মেয়েকে চায় দিয়ে অচেতন করে বাড়ি থেকে পালিয়ে গেছেন।
পুলিশি অভিযানে ধরা পড়লেন দুই গৃহবধূ
লিখিত অভিযোগ পাওয়ার পর বাগদা থানার পুলিশ নড়েচড়ে বসে। মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে পুলিশ দ্রুত অভিযান চালায় এবং মঙ্গলবার রাতেই ওই দুই মহিলাকে গ্রেফতার করে। প্রাথমিকভাবে বিষ প্রয়োগের সন্দেহ করা হলেও, পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে কুলচান স্বীকার করেন যে তারা চায়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়েছিলেন। এই ঘটনার মূল অভিযুক্ত আরিফ মোল্লা এখনও পলাতক। পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে। বুধবার ধৃত দুই গৃহবধূকে বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হয়েছে।