ভোট-আধার কার্ড না আনলেই পরীক্ষা বাতিল, এসএসসি-র নতুন নিয়মে চরম বিতর্ক, কেন এই সিদ্ধান্ত

২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্টের নির্দেশে আবারও শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া। হাতে মাত্র কয়েক দিন। এর মধ্যেই স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) একটি নতুন নির্দেশিকা জারি করেছে যা ঘিরে চরম বিতর্ক শুরু হয়েছে।

কী সেই নতুন নির্দেশ?
এসএসসি-র নতুন নির্দেশ অনুযায়ী, পরীক্ষার দিন প্রত্যেক পরীক্ষার্থীকে অ্যাডমিট কার্ডের সঙ্গে অবশ্যই আধার কার্ড অথবা ভোটার কার্ড সঙ্গে আনতে হবে। এটি ছাড়া কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। পরীক্ষার্থীদের পরিচয় নিশ্চিত করার জন্যই এই পদক্ষেপ। পরীক্ষার দুই ঘণ্টা আগে অর্থাৎ সকাল ১০টার মধ্যে কেন্দ্রে পৌঁছানোর নির্দেশও দেওয়া হয়েছে।

কেন এই নির্দেশ?
এসএসসি সূত্রে জানা গিয়েছে, অনলাইনে আবেদনের সময় অনেক পরীক্ষার্থী সঠিক ফরম্যাটে ছবি এবং সই আপলোড করেননি। এর ফলে স্বয়ংক্রিয়ভাবে তৈরি হওয়া অ্যাডমিট কার্ডে তাদের ছবি আসেনি। বারবার আবেদন জানানো সত্ত্বেও পরিস্থিতি বদলায়নি। তাই পরীক্ষার্থীদের পরিচয় যাচাই করার জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে এই নির্দেশ দেওয়া হয়েছে।

কমিশন আরও জানিয়েছে, যদি ছবির ফরম্যাট ঠিক না থাকার কারণে আবেদন বাতিল করা হতো, তাহলে বহু যোগ্য প্রার্থীর আবেদন বাতিল হয়ে যেত, যা সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করত। তাই সকলের সুবিধার জন্যই এই বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিতর্ক এবং সমালোচনার ঝড়
এসএসসি-র এই সিদ্ধান্তে বিতর্ক সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, এটি দুর্নীতির সুযোগ তৈরি করতে পারে। প্রাক্তন এসএসসি চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল বলেন, “আধার-ভোটার কার্ডের ছবি অনেক পুরনো হতে পারে। বর্তমান মুখের সঙ্গে সেগুলোর মিল না-ও থাকতে পারে। এতে পরীক্ষার্থীকে চিহ্নিত করা কঠিন হবে।”

আইনজীবী ফিরদৌস শামিম অভিযোগ করেছেন, “এটা দুর্নীতির জন্যই করা হয়েছে। একজনের পরীক্ষা অন্যজন দিতে চলে আসবে।” বাম নেত্রী নন্দিনী মুখোপাধ্যায় এবং বিজেপি নেতা সজল ঘোষও কমিশনের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন। সজল ঘোষ বলেন, “সরকার চায় না পরীক্ষা হোক, সরকার চায় মামলা হোক।”

এসএসসি অবশ্য স্পষ্ট করে দিয়েছে, অ্যাডমিট কার্ডে ছবি না থাকলেও চিন্তার কিছু নেই। তবে এই নতুন বিতর্কের জেরে আবার কোনো আইনি জটিলতা তৈরি হয় কি না, সেটাই এখন দেখার বিষয়।