মেট্রো নিয়ে এবার হাইকোর্টের কড়া নির্দেশ, মাত্র ৩৬৬ মিটারের জন্য আটকে থাকা রুটে কী হবে

কবি সুভাষ থেকে বিমানবন্দর পর্যন্ত দীর্ঘ প্রতীক্ষিত মেট্রো রুটের কাজ অবশেষে গতি পেতে চলেছে। মাত্র ৩৬৬ মিটার রাস্তার কাজের জন্য বছরের পর বছর ধরে আটকে ছিল এই প্রকল্পটি। এই জট কাটাতে এবার কড়া নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
আদালতের ঐতিহাসিক নির্দেশ
বুধবার বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ মেট্রো রেল, রাজ্য সরকার, কেএমডিএ (KMDA), রাজ্য পুলিশ এবং আরভিএনএল (RVNL)-এর উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকের নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবারের মধ্যেই এই বৈঠকের তারিখ জানাতে বলা হয়েছে। জনস্বার্থে এই আলোচনা অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেছে আদালত।
ঠিক কোথায় আটকে ছিল কাজ?
মেট্রো কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিল যে, শুধু চিংড়িহাটা মোড়ের কাছে ৩৬৬ মিটার এবং নব দিগন্ত থেকে সিটি সেন্টার পর্যন্ত মেট্রো প্রকল্পের জন্য প্রয়োজনীয় জমি রাজ্য সরকার দিচ্ছে না। বারবার আবেদন এবং আদালতে মামলা করার পরেও কাজ শুরু করা সম্ভব হয়নি।
সমাধানের পথ কী?
মেট্রো কর্তৃপক্ষের দাবি, যদি রাজ্য সরকার নির্দিষ্ট সময়ে কাজ করার অনুমতি দেয়, তবে মাত্র দুই সপ্তাহের মধ্যেই এই ৩৬৬ মিটার অংশের কাজ শেষ করা সম্ভব। তারা আদালতকে জানায়, শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল, শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল এবং রবিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত কাজ করলে এই সমস্যার সমাধান হয়ে যাবে।
এই রায়ের ফলে বহু প্রতীক্ষিত মেট্রো পরিষেবা দ্রুত চালু হবে বলে আশা করা যাচ্ছে।