গণপতি বিসর্জন শোভাযাত্রায় বেপরোয়া গাড়ির ধাক্কা, ছত্তিশগড়ে মৃত ৩, আহত ২২

গণপতি বিসর্জন শোভাযাত্রায় এক বেপরোয়া এসইউভি ঢুকে পড়ায় ছত্তিশগড়ের জশপুরে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত তিনজন নিহত এবং ২২ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে জশপুর জেলার বাগিচা-জশপুর রোডের জুরুদন্ড গ্রামে এই ঘটনাটি ঘটে।
কীভাবে ঘটল দুর্ঘটনা?
স্থানীয় সূত্রে জানা গেছে, গণপতি উৎসব উপলক্ষে একটি শোভাযাত্রায় শতাধিক মানুষ অংশ নিয়েছিলেন। সেই সময় হঠাৎই একটি বেপরোয়া এসইউভি এসে শোভাযাত্রায় ধাক্কা মারে। জশপুরের সিনিয়র পুলিশ সুপার শশী মোহন সিং জানান, নিহতদের মধ্যে ১৭ বছর বয়সী বিপিন প্রজাপতি, ১৯ বছর বয়সী অরবিন্দ কেরকেট্টা এবং ৩২ বছর বয়সী খিরোভাতি যাদব রয়েছেন। এছাড়াও, দুর্ঘটনায় গুরুতর আহত ২২ জনকে পাশের সুরগুজা জেলার আম্বিকাপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। বাকি আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।
চালক ছিল মদ্যপ
পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই ঘাতক গাড়ির চালক সুখসাগর বৈষ্ণবকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় সে মদ্যপ অবস্থায় ছিল। ঘাতক গাড়িটিও আটক করেছে পুলিশ। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।