ভোটার তালিকায় SIR নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা, ‘নির্বাচন করতে দেব না’, হুমকি বিজেপি বিধায়কের

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার বিশেষ সংশোধন (SIR) নিয়ে রাজ্য রাজনীতিতে চরম উত্তেজনা। শাসক ও বিরোধী দলের মধ্যে চলছে জোর তরজা। এবার SIR-এর দাবিতে সরব হয়েছেন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী।

বিজেপি বিধায়কের হুঁশিয়ারি
শ্রীরূপা মিত্র চৌধুরী হুমকি দিয়েছেন যে, নির্বাচন কমিশন যদি পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়া সম্পন্ন করতে না পারে, তাহলে বিজেপিও এ রাজ্যে নির্বাচন হতে দেবে না। তিনি বলেন, “যদি নির্বাচন কমিশন এখানে SIR করতে ব্যর্থ হয়, তাহলে আমি একজন নেতা হিসেবে বলছি, আমরাও নির্বাচন কমিশনকে ঘিরে রাখব। আমি কিন্তু নির্বাচন করতে দেব না। যদি কেউ মনে করেন সন্ত্রাস করে নির্বাচন কমিশনকে এখান থেকে তাড়ানো যাবে, তাহলে তাঁরা ভুল করছেন। দিল্লির বুকে আগুন জ্বলবে। আমরা নির্বাচন কমিশনের সামনে গিয়ে বলব যে, আপনাদের SIR করতে হবে।”

ভোটার তালিকা নিয়ে কেন এত বিতর্ক?
নির্বাচন কমিশন এখনো পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধনের দিনক্ষণ ঘোষণা না করলেও, এই ইস্যুতে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরোধিতা করছেন, অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এর পক্ষে জোরালো সওয়াল করছেন। শুভেন্দু অধিকারীর অভিযোগ, মুখ্যমন্ত্রী মানুষকে ভুল বোঝাচ্ছেন এবং SIR-কে NRC বলে চালাচ্ছেন। তিনি আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য এসব বলছেন।”

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির মন্তব্যও এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে। সম্প্রতি তিনি বলেছেন, “যারা আমাদের এখানকার মানুষের রুজি-রুটি ছিনিয়ে নেওয়ার জন্য এসেছে, যারা ভুয়ো পন্থায় কাগজ বানিয়ে এ দেশে রয়ে গেছে, তাদের এখান থেকে যেতেই হবে।”

শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রীর সুরে সুর মিলিয়ে বলেন, “প্রধানমন্ত্রী ভোটের জন্য চিন্তিত নন, তিনি অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে চিন্তিত। যারা ভারতীয় মুসলিম, তাদের কোনো চিন্তার কারণ নেই। SIR ইস্যুতে তাঁদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই।”

এই পরিস্থিতিতে, ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে শাসক ও বিরোধীদের মধ্যে চাপানউতোর ক্রমশ বাড়ছে।