DA-মামলার রফা হবে কবে? বিকাশ ভট্টাচার্যের কথায় আশাবাদী সরকারি কর্মীরা

রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) মামলার শুনানি নিয়ে অবশেষে আশার আলো দেখা গেল। আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, আগামী সোমবার অর্থাৎ ৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে ডিএ মামলার পূর্ণাঙ্গ শুনানি হতে পারে। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই মামলার শুনানি বারবার পিছিয়ে যাওয়ায় সরকারি কর্মীরা হতাশ হয়ে পড়েছিলেন। কিন্তু এবার আইনজীবীর কথায় ফের একবার নতুন করে আশার সঞ্চার হয়েছে।
সোমবার হতে পারে মামলার নিষ্পত্তি
গত সোমবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছিয়ে যায়। আদালত জানিয়েছিল, পরবর্তী শুনানি ৮ সেপ্টেম্বর হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই শুনানিতে মামলার নিষ্পত্তি হবে বলে আশাবাদী কর্মীরা। রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী, শিক্ষক এবং পেনশনভোগী এই মামলার দিকে অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন।