গান ও উৎসবের মেলবন্ধন, নতুন চমক নিয়ে আসছে ‘সারেগামাপা’ সিজন ২১, বিচারক আসনে ‘নবরত্ন’

টেলিভিশনের পর্দায় গানের সবচেয়ে বড় রিয়েলিটি শো ‘সারেগামাপা’ সিজন ২১ ফিরছে নতুন রূপে। আগামী ৬ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এই সঙ্গীতের মহাযুদ্ধ। এবারের শো-তে কিছু নতুন চমক থাকছে, যার মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ হলো বিচারকের আসনে ‘নবরত্ন’ বা ৯ জন বিচারকের উপস্থিতি।

বিচারকের আসনে নতুন মুখ ও পুরোনো তারকা
এবারের সিজনে বিচারকের আসনে দেখা যাবে শান্তনু মৈত্র, কৌশিকী চক্রবর্তী, রূপম ইসলাম, জিৎ গঙ্গোপাধ্যায়, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, অন্তরা মিত্র, শুভমিতা বন্দ্যোপাধ্যায়, রূপঙ্কর বাগচি এবং জোজো মুখোপাধ্যায়-এর মতো সঙ্গীত জগতের তারকাদের। উল্লেখযোগ্য বিষয় হলো, ছোটপর্দার গানের অনুষ্ঠানে এই প্রথমবার বিচারকের ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় সঙ্গীতশিল্পী জিৎ গঙ্গোপাধ্যায়-কে। তবে, গতবারের বিচারক ইমনের চক্রবর্তী এবার থাকছেন না। বরাবরের মতো এই সিজনের সঞ্চালনার দায়িত্বে থাকছেন আবির চট্টোপাধ্যায় এবং পরিচালনার দায়িত্বে আছেন অভিজিৎ সেন।

বিচারকদের মতে, এবারের ‘সারেগামাপা’র আগমন যেন সাত সুরের সঙ্গে মায়ের আগমনের বার্তা নিয়ে আসছে। দুর্গাপূজা এবং এই শো প্রায় একই সময়ে শুরু হওয়ায় উৎসবের আমেজ থাকবে বলে তারা আশাবাদী।

নতুন ফরম্যাট ও প্রস্তুতি
শো-র প্রোমোতে এবারও পুজোর আবহ ফুটিয়ে তোলা হয়েছে। প্রতিবারের মতো এবারও ফরম্যাটে কিছু পরিবর্তন আনা হচ্ছে, যদিও সেই বিষয়ে বিস্তারিত কিছু এখনও জানানো হয়নি। প্রতিযোগীদের তৈরি করার দায়িত্বে রয়েছেন রথীজিৎ ভট্টাচার্য-সহ আরও পাঁচজন প্রশিক্ষক। মহালয়ার দিন একটি বিশেষ পর্ব দেখানো হবে এবং অতিথি বিচারক হিসেবে শিল্পী হৈমন্তী শুক্লা ও তৌফিক কুরেশি-র থাকার কথা রয়েছে। ১৪ বছরের বেশি বয়সী যে কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পেরেছেন। ইতোমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় অডিশন পর্ব শেষ হয়েছে, যার যাত্রা শুরু হয়েছিল বাঁকুড়া থেকে গত ১২ জুলাই।

‘সারেগামাপা’ সিজন ২১ সম্প্রচারিত হবে আগামী ৬ সেপ্টেম্বর থেকে প্রতি শনি ও রবিবার রাত সাড়ে ৯টায়।