চিন্নাস্বামী স্টেডিয়ামের পদপিষ্ট-কান্ড; অবশেষে নীরবতা ভেঙে শোক প্রকাশ বিরাটের

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-এর প্রথম আইপিএল জয়ের উদযাপনের সময় চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জন সমর্থকের মৃত্যুর চার মাস পর এবার নীরবতা ভেঙে শোক প্রকাশ করেছেন দলের অন্যতম তারকা ক্রিকেটার বিরাট কোহলি। তিনি এই ঘটনাকে ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে সবচেয়ে সুখের মুহূর্তের বদলে চরম বিষাদ হিসেবে উল্লেখ করেছেন।

বিরাট কোহলির শোকবার্তা
আরসিবি ফ্র্যাঞ্চাইজির সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক শোকবার্তায় বিরাট কোহলি লিখেছেন, “গত ৪ জুন যে হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে, তা মেনে নেওয়ার জন্য জীবন কখনও প্রস্তুত ছিল না। যেটা আমাদের ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে সবচেয়ে সুখকর মুহূর্ত হতে পারত, সেটাই বদলে গেল বিষাদে।” তিনি দুর্ঘটনায় নিহত ও আহত সকল অনুরাগীর পরিবারের জন্য প্রার্থনা জানিয়েছেন। কোহলি আরও বলেন, “এখন তোমাদের ক্ষয়ক্ষতি আমাদের গল্পেরই অংশ। যত্ন, শ্রদ্ধা এবং দায়িত্ব নিয়ে আমরা একসঙ্গে সামনে এগিয়ে যাব।”

দুর্ঘটনার মুহূর্তে দলের অন্য সদস্যরা স্টেডিয়ামের ভেতরে জয়ের আনন্দে মেতে ছিলেন। দুর্ঘটনার খবর জানার পর তাদের উদযাপন সংক্ষিপ্ত করে দেওয়া হয়।

তদন্ত ও আর্থিক সহায়তা
এই মর্মান্তিক ঘটনার পর কর্ণাটক সরকারের নির্দেশে মাইকেল ডি’কুনহা-এর নেতৃত্বে একটি এক-সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় আকারের ইভেন্ট আয়োজন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ফলস্বরূপ, দেশে অনুষ্ঠিতব্য মহিলা বিশ্বকাপের ম্যাচগুলো বেঙ্গালুরু থেকে নভি মুম্বইয়ে স্থানান্তরিত করা হয়েছে।

প্রাথমিকভাবে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা করা হয়েছিল। ‘আরসিবি কেয়ার্স’ উদ্যোগের অধীনে সেই সহায়তার পরিমাণ বাড়িয়ে ২৫ লক্ষ টাকা করা হয়েছে। পাশাপাশি, ভবিষ্যতে অনুরাগীদের নিরাপত্তার কথা মাথায় রেখে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছয় দফা কর্মসূচিও ঘোষণা করেছে।