বিয়ের পিঁড়িতে ‘চিরসখা’র প্লুটো, হবু স্ত্রীকে পাশে বসিয়ে খেলেন আইবুড়োভাত! ভাইরাল ছবি

‘চিরসখা’ ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র ‘প্লুটো’-র মৃত্যু নিয়ে দর্শকদের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছিল, তা এখনও দগদগে। সেই রেশ কাটতে না কাটতেই এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পর্দার ‘প্লুটো’ অর্থাৎ অভিনেতা পার্থ বেরা, এমনটাই জল্পনা চলছে। সম্প্রতি হবু স্ত্রী বর্ণিনী চক্রবর্তীকে নিয়ে ‘আইবুড়ো ভাত’ খেলেন তিনি। এরপরই সোশ্যাল মিডিয়ায় তাদের বিয়ের গুঞ্জন তুঙ্গে।
পার্থর হবু স্ত্রী বর্ণিনী চক্রবর্তী নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আইবুড়ো ভাতের কিছু ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, লাল সুতোর কাজ করা সাদা পাঞ্জাবিতে পার্থ এবং লাল বেনারসী ও ব্লাউজে বর্ণিনীকে খুবই সুন্দর দেখাচ্ছে। তাদের সামনে সাজানো ছিল ভাত, লুচি, ডাল, নানা ধরনের মাছ, মাংস, মিষ্টি এবং পায়েস-সহ একাধিক সুস্বাদু পদ। এই ধরনের আয়োজন সাধারণত বিয়ের আগে ‘আইবুড়ো ভাত’ অনুষ্ঠানের জন্যই করা হয়ে থাকে। আর সেই কারণেই তাদের বিয়ে নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
ছবিগুলো প্রকাশ্যে আসতেই ভক্তরা ভালোবাসা এবং শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। একজন লিখেছেন, “ঝটকা তো, সেরা ব্যাপার বন্ধু।” আরেকজন মন্তব্য করেছেন, “পারফেক্ট বর-বউ হবে।” তবে অনেকেই আবার সন্দেহ প্রকাশ করেছেন যে এটি কোনো রেস্তোরাঁর ফটোশ্যুটও হতে পারে। কারণ, বর্ণিনী ক্যাপশনে একটি রেস্তোরাঁকে ধন্যবাদ জানিয়েছেন।
পেশায় বর্ণিনী চক্রবর্তীও একজন মডেল এবং অভিনেত্রী। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’-তে তাকে দেখা গিয়েছিল। এই আইবুড়ো ভাতের ছবিগুলো সত্যি তাদের বিয়ের প্রস্তুতির অংশ কিনা, তা এখনো জানা না গেলেও, এই যুগলের ছবি মন জয় করে নিয়েছে ভক্তদের।
View this post on Instagram