ছাত্রদের মধ্যে জনপ্রিয়! এসএসসি’র ‘দাগি’ তালিকায় বিজেপি নেতার ছেলে, ভাঙড়ে শোরগোল তুঙ্গে

হাইকোর্টের নির্দেশে প্রকাশিত স্কুল শিক্ষকদের ‘দাগি’ তালিকায় এবার নাম জড়াল এক বিজেপি নেতার ছেলের। অযোগ্য শিক্ষকের তালিকায় ভাঙড়ের বিজেপি নেতা অবনী মণ্ডলের ছেলে অতনু মণ্ডলের নাম আসায় রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল শুরু হয়েছে। এতদিন এই তালিকায় শাসকদলের ঘনিষ্ঠদের নাম থাকা নিয়ে বিরোধীরা সরব হলেও, এবার বিজেপিও অস্বস্তিতে পড়েছে।
তালিকার ২০০ নম্বরে বিজেপি নেতার ছেলের নাম
গত শনিবার রাতে এসএসসি (School Service Commission) তাদের ওয়েবসাইটে ১৮০৪ জন অযোগ্য শিক্ষকের একটি তালিকা প্রকাশ করে। পরে আরও দুইজনের নাম যুক্ত করে দ্বিতীয় তালিকা পেশ করা হয়, যার মধ্যে ২০০ নম্বর ক্রমে রয়েছে অতনু মণ্ডলের নাম। অতনু মণ্ডল ২০১৯ সালের ১লা ফেব্রুয়ারি ভাঙড় ১ ব্লকের নারায়ণপুর হাই স্কুলে বাংলা শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন।
স্কুলে জনপ্রিয় ছিলেন অতনু
স্কুল সূত্রে খবর, ছাত্রদের মধ্যে অতনু মণ্ডল বেশ জনপ্রিয় ছিলেন। শুধু পড়াশোনা নয়, স্কুলের অন্যান্য কাজেও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন। হাইকোর্টের নির্দেশে বেতন বন্ধ হওয়ার পর সুপ্রিম কোর্টের মধ্যবর্তী রায়ে কিছুদিনের জন্য তার বেতন চালু হয়েছিল। কিন্তু পরে সুপ্রিম কোর্টের চূড়ান্ত নির্দেশে চাকরি বাতিল হওয়ায় তিনি আর স্কুলে আসছেন না এবং তার বেতনও বন্ধ হয়ে গেছে।
বিজেপি নেতার সাফাই
ঘটনাটি প্রকাশ্যে আসার পর বিজেপি নেতা অবনী মণ্ডল জানান, তার ছেলের যোগ্যতা সম্পর্কে স্কুলের শিক্ষক ও ছাত্ররাই ভালো বলতে পারবেন। তিনি আরও বলেন, কোনো তৃণমূল নেতার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। অবনী মণ্ডলের দাবি, তার ছেলে আবারও আইনের দ্বারস্থ হয়েছেন। এই ঘটনা আবারও প্রমাণ করে দিল যে চাকরি বাতিল নিয়ে রাজনৈতিক দলের নেতারা একে অপরের দিকে আঙুল তুললেও, সমস্যাটি সব দলের মধ্যেই বিদ্যমান।