স্কুলে ছাত্রদের মধ্যে জনপ্রিয় অতনু! চাকরি হারানো দাগিদের তালিকায় এবার BJP নেতার ছেলে

কলকাতা হাইকোর্টের নির্দেশে এসএসসি-র যে ‘দাগি’ শিক্ষকদের তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে শাসকদলের ঘনিষ্ঠদের নাম থাকা নিয়ে রাজ্য রাজনীতিতে যখন তোলপাড় চলছে, তখন সেই তালিকায় নাম এল এক বিজেপি নেতার ছেলের। ভাঙড়ের বিজেপি নেতা অবনী মণ্ডলের ছেলে অতনু মণ্ডলের নাম ওই তালিকায় আসতেই নতুন করে শোরগোল শুরু হয়েছে।
অতনু মণ্ডল ভাঙড়ের নারায়ণপুর হাই স্কুলের (ওল্ড সাইট) বাংলার শিক্ষক হিসেবে কাজ করতেন। প্রকাশিত তালিকায় ১৮০৪ জন অযোগ্য শিক্ষকের মধ্যে ২০০ নম্বর ক্রমিকে তাঁর নাম রয়েছে। ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি তিনি ওই স্কুলে যোগদান করেন।
স্কুল সূত্রে জানা গেছে, অতনু মণ্ডল ছাত্রদের মধ্যে বেশ জনপ্রিয় ছিলেন। শুধু পড়াশোনা নয়, স্কুলের অন্যান্য কাজেও তিনি সক্রিয়ভাবে অংশ নিতেন। হাইকোর্টের নির্দেশে তাঁর বেতন বন্ধ হওয়ার পর সুপ্রিম কোর্টের নির্দেশে কিছু দিনের জন্য তা আবার চালু হয়েছিল। কিন্তু, শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁর চাকরি চলে যায়। এরপর থেকে তিনি আর স্কুলে যান না এবং তাঁর বেতনও বন্ধ হয়ে গেছে।
ছেলে অতনু মণ্ডলের চাকরি হারানোর প্রসঙ্গে বিজেপি নেতা অবনী মণ্ডল বলেন, “আমার ছেলে কতটা প্রতিভাবান, সেটা ওর স্কুলের শিক্ষক ও ছাত্ররাই বলতে পারবে। কোনো তৃণমূল নেতার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আমার ছেলে আবারও আইনের দ্বারস্থ হয়েছে।”
এই ঘটনাটি শাসকদল এবং বিরোধীদের মধ্যে বিতর্কের নতুন মাত্রা যোগ করেছে। এখন দেখার বিষয়, এই তালিকা ঘিরে রাজনৈতিক চাপানউতোর কোন দিকে মোড় নেয়।