ইনস্টাগ্রামে প্রেম, বিয়ের জন্য জোর ৫২-র মহিলার, খুন করে পালাল ২৬-এর প্রেমিক! তারপর….

ইনস্টাগ্রামে ভুল পরিচয় দিয়ে প্রেমের সম্পর্ক স্থাপন করার অভিযোগে এক চাঞ্চল্যকর খুনের ঘটনা সামনে এসেছে উত্তর প্রদেশে। ৫২ বছর বয়সী এক মহিলাকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগে ২৬ বছরের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে জানা গেছে, বিয়ের চাপ এবং ধার নেওয়া টাকা ফেরত চাওয়াই এই হত্যাকাণ্ডের মূল কারণ।

গত ১১ আগস্ট উত্তরপ্রদেশের ফারুখাবাদে একটি অজ্ঞাতপরিচয় মহিলার দেহ পাওয়া যায়। পুলিশ তদন্ত শুরু করে জানতে পারে, মৃতার নাম রানি, বয়স ৫২। প্রায় দেড় বছর আগে ইনস্টাগ্রামে রানি ও অভিযুক্ত অরুণ রাজপুতের পরিচয় হয়। পুলিশ জানিয়েছে, রানি ইনস্টাগ্রামে ফিল্টার ব্যবহার করে এমনভাবে ছবি দিতেন, যা দেখে অরুণ তাকে নিজের সমবয়সী মনে করতেন। তাদের মধ্যে সম্পর্ক দ্রুত প্রেমে পরিণত হয়।

পুলিশের দাবি, অরুণ ও রানি প্রায়ই ফারুখাবাদের একটি হোটেলে দেখা করতেন। এরপর রানি বিয়ের জন্য অরুণকে চাপ দিতে শুরু করেন। রানি চার সন্তানের মা হওয়া সত্ত্বেও এই বিয়ের জন্য মরিয়া ছিলেন। শুধু তাই নয়, তিনি অরুণকে দেড় লক্ষ টাকাও ধার দিয়েছিলেন।

সময় যত গড়িয়েছে, ততই রানি বিয়ের জন্য অরুণকে আরও বেশি চাপ দিতে থাকেন এবং ধার দেওয়া টাকাও ফেরত চাইতে শুরু করেন। পুলিশ কর্মকর্তা অরুণ কুমার সিং জানান, ১০ আগস্ট অরুণ রানিকে মণিপুরীতে ডেকে পাঠান। সেখানে রানি আবারো বিয়ের জন্য চাপ দিলে অরুণ একটি স্কার্ফ দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করেন।

পুলিশের কাছে অরুণ নিজের অপরাধ স্বীকার করে জানিয়েছেন, তার ভয় ছিল যে বিয়েতে রাজি না হলে রানি পুলিশে যেতে পারেন অথবা তার পরিবারের কাছে সব কিছু জানিয়ে দিতে পারেন। আদালত অভিযুক্তকে জেল হেফাজতে পাঠিয়েছে।

সামাজিক মাধ্যমে পরিচয়ের পর এমন মর্মান্তিক পরিণতি সমাজে সম্পর্কের জটিলতা এবং ভুল পরিচয়ের বিপদ নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।