মুখ্যমন্ত্রীর উদ্যোগে অভিনব শিক্ষক দিবস পালন, পুরস্কারের তালিকায় কারা? জানান হবে বিশেষ সন্মান

শিক্ষক দিবসের একদিন আগেই রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কৃতী শিক্ষার্থী এবং সেরা শিক্ষকদের সম্মান জানাল রাজ্য সরকার। বৃহস্পতিবার আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে এক বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের হাতে পুরস্কার তুলে দেন। রাজ্যের শিক্ষা ক্ষেত্রে এই ধরনের উদ্যোগ শিক্ষার্থী ও শিক্ষক, উভয়ের কাছেই এক নতুন প্রেরণার জন্ম দিয়েছে।
পুরস্কারের তালিকায় কারা?
স্কুল শিক্ষা দফতরের আয়োজনে এই অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় থাকা শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। শুধু পশ্চিমবঙ্গ বোর্ডের শিক্ষার্থীরাই নয়, CBSE এবং ICSE বোর্ডের মেধাতালিকাভুক্ত শিক্ষার্থীরাও এই সম্মাননা পেয়েছেন। এবারই প্রথম রবীন্দ্র মুক্ত বিদ্যালয় এবং পলিটেকনিক ভোকেশনাল পরীক্ষার কৃতীদেরও মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার দেওয়া হয়েছে। এটি রাজ্যের শিক্ষাব্যবস্থার অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গির প্রতিফলন।
শিক্ষক ও স্কুলকে বিশেষ সম্মান
শুধুমাত্র শিক্ষার্থীরাই নন, এই অনুষ্ঠানে রাজ্যের মোট ৬০ জন শিক্ষক-শিক্ষিকাকে তাদের দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রম ও শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য বিশেষ সম্মাননা জানানো হয়। এছাড়াও, শিক্ষার মান, শৃঙ্খলা এবং অ্যাকাডেমিক কৃতিত্বের ভিত্তিতে রাজ্যের মোট ১২টি বিদ্যালয়কে ‘সেরা বিদ্যালয়’ পুরস্কার দেওয়া হয়েছে। এই পদক্ষেপ অন্য স্কুলগুলির জন্যও এক অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে।
জেলার শিক্ষার্থীদের গুরুত্ব
শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে সব জেলার জেলাশাসকদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছিল। তাদের যাতায়াতের জন্য যথাযথ ব্যবস্থা করে এই রাজ্যস্তরের অনুষ্ঠানে নিয়ে আসা হয়, যাতে জেলার শিক্ষার্থীরাও সমান গুরুত্ব পান।
শিক্ষামহলের মতে, এই ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং শিক্ষকদের কাজের প্রতি উৎসাহ জোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ তাই শুধুমাত্র একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান নয়, বরং এটি রাজ্যের শিক্ষাব্যবস্থাকে নতুন করে উজ্জীবিত করার এক প্রতীকী পদক্ষেপ।