জোড়া ভোটার কার্ড খোদ রাহুল ঘনিষ্ঠর! কংগ্রেসকে তীব্র আক্রমণ BJP-র, আসরে কমিশনও

ভোটচুরি নিয়ে রাহুল গান্ধীর ‘হাইড্রোজেন বোমা’ ফাটানোর হুমকির ২৪ ঘণ্টার মধ্যেই পাল্টা আঘাত হানল বিজেপি। বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য কংগ্রেস মুখপাত্র পবন খেরার বিরুদ্ধে দুটি পৃথক ভোটার কার্ড রাখার অভিযোগ তুলেছেন। এই অভিযোগের পরপরই নির্বাচন কমিশন খেরাকে কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছে।

বিহারের ‘ভোটাধিকার যাত্রা’ শেষে রাহুল গান্ধী ভোটার তালিকা নিয়ে বড়সড় দুর্নীতির তথ্য ফাঁস করার হুমকি দিয়েছিলেন। এর জবাবে অমিত মালব্য এক্স হ্যান্ডেলে দুটি ভোটার কার্ডের ছবি পোস্ট করে দাবি করেন, যে কংগ্রেস ভোট চুরির অভিযোগ করছে, তাদেরই এক শীর্ষ নেতার বিরুদ্ধে ভোটার তালিকায় কারচুপির প্রমাণ রয়েছে। মালব্যের অভিযোগ, পবন খেরার নাম দিল্লির জঙ্গপুরা এবং নয়াদিল্লি— এই দুটি ভিন্ন বুথের ভোটার তালিকায় রয়েছে। মালব্য তাঁর পোস্টে খেরার দুটি ভোটার কার্ডের নম্বরও উল্লেখ করেছেন। তিনি নির্বাচন কমিশনকে এই বিষয়ে তদন্ত করার দাবি জানিয়েছেন।

বিজেপির এই অভিযোগের পর দ্রুত পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। কমিশন পবন খেরাকে একটি নোটিস পাঠিয়ে জানতে চেয়েছে, কেন তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী, দুটি ভোটার কার্ড রাখা শাস্তিযোগ্য অপরাধ, যার জন্য এক বছর পর্যন্ত জেল হতে পারে।

নোটিসের জবাবে পবন খেরা জানিয়েছেন, এই অসঙ্গতির জন্য নির্বাচন কমিশনই দায়ী। তিনি দাবি করেন, ২০১৬ সালে তিনি নয়াদিল্লি নির্বাচনী এলাকায় স্থানান্তরিত হয়েছিলেন এবং ভোটার তালিকা থেকে তাঁর পুরনো নাম মুছে ফেলার জন্য সব নিয়ম অনুসরণ করেছিলেন। তার পরেও দুটি নাম রয়ে যাওয়া নির্বাচন কমিশনের গাফিলতি বলে তিনি অভিযোগ করেন।

এই ঘটনা দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে ভোটার তালিকা সংক্রান্ত বিতর্কের নতুন মাত্রা যোগ করেছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই ধরনের অভিযোগ এবং পাল্টা অভিযোগের রাজনীতি আগামী দিনে আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।