পুজোর প্রসাদে বিষক্রিয়া! খাওয়ার কিছুক্ষনের মধ্যেই অসুস্থ ৪০ গ্রামবাসী, আতঙ্ক নামখানায়

পুজোর প্রসাদে বিষক্রিয়ার ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ৪০ জন। এদের মধ্যে শিশু ও প্রবীণরাও রয়েছেন। সোমবার রাতে প্রতিবেশীর বাড়িতে প্রসাদ খাওয়ার পর মঙ্গলবার থেকে এই ঘটনা শুরু হয়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নামখানার গণেশনগর এলাকায়, যা গোটা অঞ্চলে আতঙ্কের সৃষ্টি করেছে।

নামখানার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের গণেশনগর এলাকার এক বাসিন্দা রাধাষ্টমী উপলক্ষে সোমবার রাতে একটি পুজোর আয়োজন করেছিলেন। সেই পুজোতে লুচি, ঘুগনি ও তালের বড়া প্রসাদ হিসেবে বিতরণ করা হয়। স্থানীয় গ্রামবাসীরা সেই প্রসাদ খেয়েছিলেন।

মঙ্গলবার দুপুরের পর থেকেই অনেকে পেটে ব্যথা, বমি এবং পেট খারাপের মতো সমস্যায় ভুগতে শুরু করেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে অসুস্থের সংখ্যা প্রায় ৪০-এ পৌঁছে যায়। সঙ্গে সঙ্গে তাদের কাকদ্বীপ ও দ্বারিকনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অসুস্থদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং পুরো পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। প্রয়োজনে আরও উন্নত চিকিৎসার জন্য অসুস্থদের অন্যত্র স্থানান্তরিত করার ব্যবস্থা রাখা হয়েছে।

এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা গভীর উদ্বেগ ও আতঙ্কের মধ্যে রয়েছেন। পুজোর পবিত্র প্রসাদ থেকে এমন ঘটনা ঘটায় অনেকেই হতবাক। এমন অপ্রত্যাশিত ঘটনা থেকে নিজেদের এবং পরিবারের সুরক্ষায় কী ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত বলে আপনি মনে করেন?