গৃহস্থের বাড়ি থেকে চুরি বাইক ও সোনা, তদন্তে নেমে যার বাড়ি থেকে পেল পুলিশ..? জানলে অবাক হবেন

গৃহস্থের বাড়ি থেকে চুরি যাওয়া সোনার গয়না, মোটরবাইক ও গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করল পুলিশ। আর এই চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হয়েছে স্থানীয় বিজেপির মণ্ডল সভাপতির ভাই সমীরণ মিদ্দার কাছ থেকে। এই ঘটনা সামনে আসতেই পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
কী ঘটেছিল?
সপ্তাহখানেক আগে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে একটি বাড়ি ফাঁকা থাকার সুযোগে দুষ্কৃতীরা তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। তারা সেখান থেকে বেশ কিছু সোনার গয়না, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং একটি মোটরবাইক চুরি করে নিয়ে যায়। বাড়ির সদস্যরা ফিরে এসে দেখেন, গ্রিল ভাঙা এবং আলমারি ফাঁকা। সঙ্গে সঙ্গে তারা ভূপতিনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশি তদন্তে চাঞ্চল্য
অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। কিছুদিনের মধ্যেই এই চুরির সঙ্গে জড়িত চারজনকে আটক করে পুলিশ। ধৃতদের মধ্যে ছিল বিজেপির মণ্ডল সভাপতির ভাই সমীরণ মিদ্দা। এছাড়াও ধরা পড়ে সঞ্জয় মিদ্দা, শম্ভু মাইতি এবং অরিন্দম শাসমল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, একটি সুপরিকল্পিত ছক কষে তারা এই চুরি করেছিল এবং সমস্ত সামগ্রী নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিল।
উদ্ধার ও রাজনৈতিক চাপানউতোর
পুলিশ ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া মোটরবাইক, সোনার গয়না এবং বিভিন্ন নথিপত্র উদ্ধার করেছে। আদালতের নির্দেশ পেলে এই সামগ্রীগুলো দ্রুত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তারা।
এই ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র কটাক্ষ। শাসকদল তৃণমূল বিজেপির দিকে আঙুল তুলে অভিযোগ করছে যে, রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে সমাজবিরোধীরা অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে। তবে পুলিশ এই বিষয়ে আশ্বাস দিয়ে বলেছে, অপরাধী যে-ই হোক না কেন, তাকে রেয়াত করা হবে না।