পুজোর মুখে ১৩ নম্বর নিম্নচাপ! ভাসবে কি কলকাতা? আবহাওয়া দফতরের পূর্বাভাসে শঙ্কা

পুজোর আগে আবারও দুর্যোগের পূর্বাভাস! বঙ্গোপসাগরে গত দেড় মাসের মধ্যে ১৩ নম্বর নিম্নচাপটি তৈরি হয়েছে, যা বুধবার আরও ঘনীভূত হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বুধবার ভোর থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে প্রবল বৃষ্টি, যা মানুষের মনে পুজোর উৎসব নিয়ে শঙ্কার জন্ম দিয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই নিম্নচাপের প্রভাবে বাংলার প্রতিটি জেলাতেই বৃষ্টি হবে, তবে এর প্রধান প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের ওপর। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং সমুদ্রও উত্তাল থাকবে। নিম্নচাপটি ওড়িশার ওপর দিয়ে দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করবে। পাশাপাশি, একটি মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে মধ্যপ্রদেশ হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে, যা বৃষ্টির তীব্রতা আরও বাড়াতে পারে।

কোথায় কতটা বৃষ্টি হবে?
এই নিম্নচাপ এবং অক্ষরেখার মিলিত প্রভাবে বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বুধবার: পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বৃহস্পতিবার: কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় বৃষ্টির প্রাবল্য বেশি থাকবে। এই জেলাগুলোতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গেও বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় বেশি বর্ষণ হতে পারে। তবে বুধবারের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে।

পুজোর আগে এমন ঘন ঘন নিম্নচাপ এবং বৃষ্টির পূর্বাভাস উৎসবের আনন্দে কিছুটা হলেও ভাটা ফেলেছে। এখন সবার মনে একটাই প্রশ্ন, তবে কি এবারের পুজোটা বৃষ্টিতেই কাটবে?