“ভারতের সঙ্গে সম্পর্ক ভাল কিন্তু…?”-ট্যারিফ চাপানো নিয়ে ফের কী অজুহাত ট্রাম্পের?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ভারতের বাণিজ্য নীতির তীব্র সমালোচনা করেছেন। তার অভিযোগ, ভারত বিশ্বের অন্যান্য দেশের তুলনায় মাত্রাতিরিক্ত শুল্ক আরোপ করে রেখেছে, যার ফলে ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সবসময়ই একতরফা ছিল। ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলেছে।
ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক ভালোই। কিন্তু গত কয়েক বছর ধরে এই সম্পর্কটা বড্ড একতরফা।” তিনি আরও বলেন, “এখন আমাদের হাতে ক্ষমতা আছে, আর ভারত আমাদের ওপর অত্যধিক শুল্ক চাপিয়েছে, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ।”
ট্রাম্পের মতে, এই উচ্চ শুল্কের কারণে আমেরিকা ভারতের সঙ্গে আগের মতো বাণিজ্য করছে না। তিনি বলেন, “আমরা তো আর ভারতের উপর বোকার মতো শুল্ক চাপিয়ে রাখিনি, তাই ভারত এখনও আমাদের দেশে ব্যবসা করতে পারে।” তার মতে, ভারতের এমন বাণিজ্যিক নীতির কারণে আমেরিকার উৎপাদন খাত বড় ধরনের ধাক্কা খাচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট উদাহরণ হিসেবে আমেরিকার জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড হার্লে ডেভিডসন-এর কথা তুলে ধরেন। তিনি বলেন, “ভারতে হার্লে ডেভিডসন বিক্রি করা যাচ্ছে না, কারণ মোটরসাইকেলের উপর ২০০ শতাংশ শুল্ক রয়েছে।” ট্রাম্পের দাবি, এই শুল্ক এড়াতে হার্লে ডেভিডসন ভারতে গিয়ে নিজস্ব প্ল্যান্ট তৈরি করেছে। তার মতে, এমন অন্যায্য শুল্ক ব্যবস্থার কারণে মার্কিন কোম্পানিগুলোকে দেশের বাইরে গিয়ে ব্যবসা করতে হচ্ছে।
ট্রাম্প বলেন, তিনি এই ধারা বদলাতে চান এবং এর জন্যই উচ্চ শুল্ক আরোপ করেছেন, যাতে ‘খেলা ঘুরিয়ে দিতে’ পারেন।