মাত্র ৬ সেকেন্ডে ইমিগ্রেশন! দুবাই বিমানবন্দরে শুরু কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে শুরু হলো এক নতুন যুগ। সেখানে চালু করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চালিত ‘স্মার্ট করিডর’, যা ইমিগ্রেশন প্রক্রিয়াকে সম্পূর্ণ ঢেলে সাজিয়েছে। এই করিডরের মাধ্যমে যাত্রীরা মাত্র ৬ সেকেন্ডে কোনো ধরনের কাগজপত্র বা স্ক্যানিং ছাড়াই ইমিগ্রেশন শেষ করতে পারছেন।
‘খালিজ টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, এই করিডরে যাত্রীদের কোনো কাউন্টারে দাঁড়াতে হচ্ছে না। তাদের শুধু একটি লাল কার্পেটের করিডর ধরে হেঁটে যেতে হবে, আর সেই সময় অদৃশ্য সেন্সর তাদের মুখমণ্ডল স্ক্যান করে সব তথ্য যাচাই করে নেবে। প্রক্রিয়া শেষ হলে করিডরের শেষ প্রান্তে থাকা স্ক্রিনে ভেসে উঠবে ‘ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন’ বার্তাটি। প্রথমবার ব্যবহারকারীদের অনেকেই স্বাভাবিক অভ্যাসে পাসপোর্ট বের করতে চাইলেও কর্তব্যরত কর্মকর্তারা তাদের জানান, “দেখানোর দরকার নেই, আপনারা যেতে পারেন।”
দুবাই রেসিডেন্সি ও ফরেইনার্স অ্যাফেয়ার্স-এর ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আহমেদ আল মারি জানান, এই প্রযুক্তি শুধুমাত্র যাত্রীদের মূল্যবান সময়ই বাঁচাচ্ছে না, বরং বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাকেও আরও শক্তিশালী করছে। এই এআই সিস্টেমের সাহায্যে নকল পাসপোর্ট বা সন্দেহজনক কোনো নথি মুহূর্তের মধ্যেই শনাক্ত করা সম্ভব, যা সরাসরি নিরাপত্তা বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়।
এই সিস্টেমটি একসঙ্গে ১০ জন যাত্রীকে সেবা দিতে পারে। বয়স্ক বা হুইলচেয়ার ব্যবহারকারীরাও কোনো ঝামেলা ছাড়াই এই করিডর পার হতে পারেন। ব্রিটিশ পর্যটক ক্রেগ কে বলেন, “আমি নিয়মিত যাতায়াত করি, কিন্তু এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি। এটি সত্যিই অসাধারণ।”
বর্তমানে পরীক্ষামূলকভাবে চালু থাকলেও, খুব শিগগিরই দুবাই বিমানবন্দরের সব টার্মিনাল এবং আগমন প্রক্রিয়াতেও এই অত্যাধুনিক করিডর চালু করা হবে। এর ফলে যাত্রীদের জন্য ইমিগ্রেশন প্রক্রিয়া একেবারেই ঝামেলাহীন এবং দ্রুততম হবে।