ইনস্টাগ্রামে আলাপ থেকে প্রেম, নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

আলিপুরদুয়ারের কুমারগ্রামে এক নাবালিকা গণধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে একজন ওই নাবালিকার ইনস্টাগ্রাম বন্ধু। অন্যজন তার বন্ধু।

পুলিশ সূত্রে খবর, ইনস্টাগ্রামে পরিচয় হওয়ার পর ওই নাবালিকার সঙ্গে এক যুবকের বন্ধুত্ব হয়। এরপর তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এবং তারা একাধিকবার দেখা করে। গত শনিবার তারা দুজন দেখা করে কোচবিহারের বিভিন্ন জায়গা ঘুরে দেখে। এরপর ওই যুবক তার এক বন্ধুকে ডেকে নেয়। অভিযোগ, রাতে দুই বন্ধু মিলে ওই নাবালিকাকে তাদের এক আত্মীয়ের ফাঁকা বাড়িতে নিয়ে যায় এবং সেখানেই তাকে ধর্ষণ করে।

সারারাত মেয়ে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন চিন্তিত ছিলেন। রবিবার সকালে এক প্রতিবেশী ওই নাবালিকাকে ছেলেদের সঙ্গে দেখে তার পরিবারকে খবর দেন। এরপর পরিবারের লোকজন এসে মেয়েকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যান। বাড়িতে ফিরে মেয়েটি সব ঘটনা খুলে বললে তার বাবা পুলিশে অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই দুই যুবককে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে পকসো আইনে মামলা করা হয়েছে। সোমবার তাদের আলিপুরদুয়ার জেলা আদালতে হাজির করানো হবে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।